
মৌলভীবাজার প্রতিনিধি:
বাংলাদেশ ইসলামী ফ্রন্ট,যুবসেনা, ছাত্রসেনা যৌথভাবে শ্রীমঙ্গল উপজেলা শাখার ২০২৫- ২৬ কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
১৮ডিসেম্বর (বুধবার) সকাল ১১ ঘটিকা শ্রীমঙ্গল ভানুগাছ রোড টি ভেলি পার্টিস সেন্টারে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ইসলামী ফ্রন্ট শ্রীমঙ্গল উপজেলা শাখার আহবায়ক মাওলানা মোঃ দেলোয়ার হোসেন আলকাদেরী সভাপতিত্বে বাংলাদেশ ইসলামী যুবসেনা শ্রীমঙ্গল উপজেলা শাখার আহবায়ক যুবনেতা ডা. মো মামুনুর রশিদ ও বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গল উপজেলা শাখার আহবায়ক নাজমুল ইসলাম সাঈদ যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন সাবেক বাংলাদেশ ইসলামী ফ্রন্টে কেন্দ্রীয় পরিষদের প্রেসিডিয়াম সদস্য জননেতা মাওলানা মোল্লা শাহিদ আহমেদ নাঈমী । উদ্বোধক ছিলেন কো- চেয়ারম্যান আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় পরিষদ পীরে তরিকত মাওলানা মুফতি শেখ শিব্বির আহমেদ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল মুহিত হাসানী।
বিশেষ অতিথি ছিলেন, সহ-সভাপতি বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখা জননেতা হাফেজ মশাইদ আলী, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজী মোহাম্মাদ কুতুব উদ্দীন,সাধারণ সম্পাদক, বাংলাদেশ ইসলামী যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার জননেতা মাস্টার মোঃ মইনুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার জননেতা সুফি মোঃ আব্দুর রহিম রেজভী, আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ মৌলভীবাজার শাখার সদস্য সাংবাদিক আনিসুল ইসলাম আশরাফী, সাধারণ সম্পাদক বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কমলগঞ্জ উপজেলা শাখার মোহাম্মদ সাইদুল ইসলাম।
প্রথম অধিবেশনে বক্তব্য রাখেন, জননেতা মাওলানা মোল্লা শাহিদ আহমেদ নাঈম, মাওলানা মুফতি শেখ শিব্বির আহমেদ প্রমুখ।
উপস্থিত ডেলিগেট ও কেন্দ্রীয়, জেলা, উপজেলা নেতৃবৃন্দের সর্বসম্মতিক্রমে ২০২৫-২৬ সেশনের জন্য মাওলানা মোঃ দেলোয়ার হোসেন আলকাদেরী সভাপতি, মুফতি হুমায়ুন কবির সাধারণ সম্পাদক ও মাওলানা আব্দুল করিম কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৩১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট শ্রীমঙ্গল উপজেলা কমিটি ঘোষণা করা হয়।
দ্বিতীয় অধিবেশনে উপস্থিত ডেলিগেট ও কেন্দ্রীয় জেলা, উপজেলা নেতৃবৃন্দের সর্বসম্মতিক্রমে ২০২৫-২৬ সেশনের জন্য মো আশরাফুল খান রুহেল সভাপতি, নূর মোহাম্মদ সাগর সাধারণ সম্পাদক, আব্দুল কাইয়ুম জাফুরি সাংগঠনিক সম্পাদক ও রুহুল আমিন কাদরী সহ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৩১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ ইসলামী যুবসেনা শ্রীমঙ্গল উপজেলা শাখার কমিটি ঘোষণা করা হয়।
তৃতীয় অধিবেশনে উপস্থিত ডেলিগেট ও কেন্দ্রীয়, জেলা, উপজেলা নেতৃবৃন্দের সর্বসম্মতিক্রমে ২০২৫-২৬ সেশনের জন্য মাহফুজুর রহমান মামুন সভাপতি, শাহ নিয়াজ আহমেদ সাধারণ সম্পাদক ও মুস্তাকিম আহমদ কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৩১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কমিটি ঘোষণা করা হয়। মিলাদ, মাহফিল শেষে দেশবাসীর জন্য বিশেষ মজাদ করা হয়।
বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা, ছাত্রসেনের কাউন্সিল কাউন্সিল অধিবেশন ২০২৫-২৬ সম্পন্ন
আপনার মতামত লিখুন :
