পঞ্চগড়ে বিজয় দিবস উপলক্ষে ছাত্রদলের শোভাযাত্রা ও পথ সমাবেশ
প্রকাশ: ১১:৪৩ অপরাহ্ণ ডিসেম্বর ১৬, ২০২৫

মোঃ মোহন মিয়া পঞ্চগড় প্রতিনিধি
মহান বিজয় দিবস উপলক্ষে পঞ্চগড়ে বিজয় শোভাযাত্রা ও সংক্ষিপ্ত পথসমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে পঞ্চগড় জজকোর্ট চত্বর থেকে শোভাযাত্রাটি শুরু হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত পথসমাবেশ অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রা ও পথসমাবেশে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির, কেন্দ্রীয় সদস্য রীনা পারভিন, লেখক ও গবেষক নওফেল জমির, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মজিদ ও মির্জা নাজমুল ইসলাম কাজল, জেলা বিএনপির সদস্য রুবেল পাটোয়ারী, জেলা ছাত্রদলের সভাপতি তারেকুজ্জামান তারেক, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপান, সাংগঠনিক সম্পাদক জুয়েল রানাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত পথসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার নওশাদ জমির প্রখ্যাত সাহিত্যিক মীর মশারফ হোসেনের একটি উক্তি উদ্ধৃত করে বলেন, “স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন।” তিনি বলেন, গত ৫৪ বছরে বাংলাদেশের মানুষ বারবার এই সত্য অনুধাবন করেছে। স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র হলেও বাংলাদেশের মানুষ সব সময় ঐক্যবদ্ধ থেকে তা প্রতিহত করেছে।
তিনি আরও বলেন, স্বাধীনতা, বিজয় ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে, যার একটি উদাহরণ সাম্প্রতিক হত্যাচেষ্টার ঘটনা। এর তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, আমাদের শিশুদের স্বপ্ন দেখার অধিকার ও শৈশবের অঙ্গীকার পূরণ হলেই স্বাধীনতা প্রকৃত অর্থে ফলপ্রসূ হবে।
পঞ্চগড় একটি সীমান্ত জেলা উল্লেখ করে ব্যারিস্টার নওশাদ জমির বলেন, সীমান্ত অঞ্চলের মানুষ স্বাধীনতার গুরুত্ব ভালোভাবেই বোঝে। যেসব দেশের সার্বভৌমত্ব নেই, সেসব দেশের মানুষের দুর্দশা আমাদের জানা আছে। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার যে বীজ রোপিত হয়েছে, দেশের ওপর যতবার আঘাত আসবে, সেই বীজ ততবার বৃক্ষে পরিণত হবে।