বেলাবোতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন
প্রকাশ: ১১:৩৯ অপরাহ্ণ ডিসেম্বর ১৬, ২০২৫

শাহিনুর আক্তার, নরসিংদী প্রতিনিধি:
বেলাবো উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এসব কর্মসূচিতে সরকারি-বেসরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষার্থী ও সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
দিবসটির সূচনা হয় সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন ও ৩১ বার তোপধ্বনির মাধ্যমে। পরে বড়িবাড়ি শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীর কুচকাওয়াজ ও ডিসপ্লের মাধ্যমে মনোরম পরিবেশ তৈরি হয়। যা দেখে মুগ্ধ সবাই। তারই মাঝে আকর্ষণীয় ছিলো বীরমুক্তিযোদ্ধা ও উপজেলা কর্মকর্তাদের ফুটবল প্রতিযোগিতা।
তাছাড়া ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা,যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এটি উপজেলা পরিষদ মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাফসা নাদিয়ার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন
সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আজিজ জায়েদ সারতাজ, উপজেলা বিএনপির আহবায়ক আহসান হাবিব বিপ্লব,বেলাবো উপজেলার মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদস্য সচিব আবদুল খালেক মাস্টার,আহবায়ক সামসুল হক,বেলাবো থানা অফিসার ইনচার্জ এসএম আমান উল্লাহ, কৃষি কর্মকর্তা মুহিবুর রহমান সিদ্দিকী,উপজেলা প্রকৌশল গোলাম সারোয়ার, পল্লী উন্নয়ন কর্মকর্তা নানু মিয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা জেরিন সুলতানা,বাংলাদেশ জামায়াতে ইসলামী বেলাবো উপজেলা শাখার আমির মোঃ জহিরুল ইসলাম, বেলাবো প্রেসক্লাবের সভাপতি মোশারফ হোসেন নিলু,সাধারণ সম্পাদক মোঃ আমিনুল হক,এনসিপির বেলাবো উপজেলা শাখার আহবায়ক সাঈদী হাসান নওফেলসহ বিভিন্ন দপ্তরের প্রধান জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তান ও বিভিন্ন মিডিয়া কর্মী উপস্থিত ছিলেন
এসময় বক্তারা বলেন, মহান বিজয় দিবস আমাদের জাতীয় জীবনের গৌরবময় অধ্যায়। মুক্তিযুদ্ধের চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এবং স্বাধীনতার মূল্যবোধ জাগ্রত রাখতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি দিনব্যাপী কর্মসূচিতে অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানান।