শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:

শ্রীমঙ্গলে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটির সূচনা হয় সকালে শ্রীমঙ্গল পৌর শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মাধ্যমে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিনের নেতৃত্বে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পরে বিএনপি, যুবদল, ছাত্রদল, এনসিপি, গণ অধিকার পরিষদ, শ্রীমঙ্গল প্রেসক্লাব, সচেতন নাগরিক কমিটি (সনাক) টিআইবি সহ নানা সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকেও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

শ্রীমঙ্গল প্রেসক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত সভাপতি আবুল ফজল আব্দুল হাই, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত রবিন, যুগ্ম সম্পাদক সৈয়দ সালাউদ্দিন, সহ-সম্পাদক দপ্তর এম. মুসলিম চৌধুরী, কার্যকারি পরিষদ সদস্য আবুজার রহমান বাবলা, সাবেক কোষাধ্যক্ষ সৈয়দ ছায়েদ আহমদ, সদস্য মো. সাইফুল ইসলাম, মিজানুর রহমান আলম, ঝলক দত্ত, গোলাম কিবরিয়া জুয়েল, শামসুল ইসলাম শামীম প্রমুখ ।

এরপর উপজেলা মাঠে বর্ণাঢ্য প্যারেড ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিন প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।

দিবসটির অন্যান্য কর্মসূচির অংশ হিসেবে দুপুরে উপজেলা পরিষদ হলরুমে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।