
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের রোশনি পলি ফাইবার প্লাস্টিক কারখানায় ট্রলিচাপায় নিহত নারী শ্রমিক মার্জিয়া বেগমের (৪০) পরিবারকে কোম্পানির পক্ষ থেকে ১২ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদান করা হয়েছে।
নিহত মার্জিয়া বেগম উপজেলার ভূনবীর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের রাজপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন। গত ৩ ডিসেম্বর সকাল ৮টার দিকে কারখানার ভেতরে মালামাল পরিবহন ট্রলির ধাক্কায় তিনি মারা যান।
রোশনি পলি ফাইবার ইন্ডাস্ট্রিজের লিগ্যাল অ্যাডভাইজর ব্যারিস্টার সাদমান মোস্তফা জানান, মার্জিয়া বেগম প্রায় চার মাস ধরে অস্থায়ী কর্মী হিসেবে কারখানায় কর্মরত ছিলেন। শ্রম আইনে নির্ধারিত ক্ষতিপূরণ ২ লাখ টাকা হলেও তিনি পাঁচজন অপ্রাপ্তবয়স্ক সন্তান রেখে যাওয়ায় মানবিক বিবেচনায় অতিরিক্ত ১০ লাখ টাকা প্রদান করা হয়।
গতকাল শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিহতের পরিবারের কাছে চেকের মাধ্যমে পুরো অর্থ হস্তান্তর করা হয়েছে। সন্তানের ভবিষ্যৎ নিরাপত্তার কথা বিবেচনা করে ক্ষতিপূরণের অর্থ কৃষি ব্যাংক শ্রীমঙ্গল শাখায় এফডিআর হিসেবে জমা রাখা হয়েছে।
নিহতের ভাই আইয়ুব আলী জানান, ‘আমার বোন জামাই আর আমি চেক গ্রহণ করেছি। ক্ষতিপূরণের অর্থ ব্যাংকে জমা রাখা হয়েছে। আমরা এতে সন্তুষ্ট।’
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঐদিন সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। পরিবারের দাবি অনুযায়ী কোম্পানি ১২ লাখ টাকার ক্ষতিপূরণ প্রদান করেছে। আমরা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করছি।
রোশনী পলি ফাইবার কারখানায় নারী শ্রমিকের মৃত্যুতে পরিবারকে ১২ লক্ষ টাকা সহায়তা
আপনার মতামত লিখুন :
