মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মানববন্ধন, বর্ণাঢ্য র‌্যলি ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব মানবাধিকার দিবস ২০২৫।

বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১০টায় শ্রীমঙ্গল প্রেসক্লাবের সামনে এডাব মৌলভীবাজার জেলা কমিটির উদ্যোগে, র‌্যালি মানববন্ধনে সভাপতিত্ব করেন এডাব মৌলভীবাজার জেলা সভাপতি এস এ হামিদ, সাধারণ সম্পাদক পরিতোষ দেব, সদস্য মিজানুর রহমান আলাম, সদস্য মোহন চন্দ্র দেব এবং মৌলভীবাজার চা জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্টের প্রধান নির্বাহী পরিমল সিং বাড়াইক প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন কিরিত্তী দও, জয়ন্ত কুমার দেব, মাজাহারুল ইসলাম, তানজুমা আক্তার তান্নী, অমৃতা দোষাদ, অনিতা রবিদাস রীতা রবিদাস প্রমুখ।

এছাড়াও মানবাধিকার সংগঠন আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন, বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন এবং ইডাফ মানবাধিকার সংস্থা পৃথক পৃথক ভাবে সভা, মানববন্ধন ও র‌্যালির মধ্যদিয়ে দিবসটি পালন করেছে।