শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সেন্ট মার্থা’স কিন্ডারগার্টেনে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে শিক্ষার্থীদের বার্ষিক ফলাফল ঘোষণা, কেজি গ্র্যাজুয়েশন সেরিমনি, ক্লাস পার্টি ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
বুধবার (১০ ডিসেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিদ্যালয়ের হলরুমে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের সিস্টার সুপ্রিতী কস্তার সভাপতিত্বে এবং শিক্ষক দীপালী দে’র সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই প্লে, নার্সারি ও কেজি শ্রেণির ক্ষুদে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর পরিবেশ মুখর হয়ে ওঠে। একক নৃত্য, দলীয় নৃত্য, একক ও দলীয় গান, কবিতা আবৃত্তি সব মিলিয়ে ছোট্ট শিশুদের উপস্থাপনায় অভিভাবকরা বিমোহিত হয়ে পড়েন।
সাংস্কৃতিক আয়োজন শেষে অভিভাবক ও শিক্ষকদের অংশগ্রহণে মনোমুগ্ধকর ধামাইল নৃত্য পরিবেশনা অনুষ্ঠানস্থলে বাড়িয়ে তোলে আনন্দের রঙ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কেজি শ্রেণির শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে গ্র্যাজুয়েশন ক্যাপ পরিয়ে দেওয়া হয়। এরপর পর্যায়ক্রমে প্লে, নার্সারি ও কেজি শ্রেণির বার্ষিক ফলাফল ঘোষণা করা হয়। মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের হাতে সনদপত্র, মার্কসশিট, টিফিনবক্স, কেক, আপেল, পানি ও পেডিস দেওয়া হয়।
এসময় বক্তব্য রাখতে গিয়ে বিদ্যালয়ের সিস্টার সুপ্রিতী কস্তা বলেন, শিশুরাই জাতির ভবিষ্যৎ। পড়াশোনার পাশাপাশি তাদের মানসিক বিকাশ, খেলাধুলা ও সাংস্কৃতিক কিছু শেখানো সমানভাবে জরুরি। তাদের প্রতিটি পদক্ষেপই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ভিত্তি।
পুরস্কার বিতরণ শেষে শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে কেক কাটা হয়। এরপর আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয় ক্লাস পার্টি, যেখানে শিশুদের হাসি-খুশি, গান ও উল্লাসে বিদ্যালয়ের হলরুম মুখরিত হয়ে উঠে।