
◾জালালাবাদ বার্তা২৪ ডেস্ক:
রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে যেসব কর্মকর্তা সামরিক জীবনের বিভিন্ন স্তরে যোগ্য নেতৃত্বদানে সফল, সেসব কর্মকর্তাদের পদোন্নতির জন্য নির্বাচন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
আজ রোববার সকালে ঢাকা সেনানিবাসে, সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে এমন নির্দেশ দেন তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, বর্তমানে সেনাসদস্যরা বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য তাদের উপর অর্পিত দায়িত্ব বেশ কিছু সময় ধরে পালন করে যাচ্ছেন। দেশের প্রয়োজনে সেনাবাহিনীর এই ত্যাগের জন্য সেনাপ্রধান থেকে শুরু করে সেনাবাহিনীর সব সদস্যকে ধন্যবাদ জানান তিনি।
সৎ, নীতিবান, পেশাদার এবং নেতৃত্বের গুণাবলী সম্পন্ন কর্মকর্তারাই উচ্চতর পদোন্নতির দাবিদার বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ সময় মুক্তিযুদ্ধের শহীদ, পার্বত্য চট্টগ্রামে দায়িত্ব পালনকালে শহীদ ও আহত সেনা সদস্য এবং জুলাই গণঅভ্যূত্থানের শহীদ ও আহত ছাত্র-জনতার অবদান শ্রদ্ধাভরে স্মরণ করেন প্রধান উপদেষ্টা।
