
ছবি: ২ দিন বয়সী নাতনিকে নিয়ে বসে আছেন নানি খাদিজা বেগম।
চরফ্যাসন (ভোলা) প্রতিনিধিঃ
ভোলার চরফ্যাসনে এইচএসসি পরীক্ষার এক ব্যতিক্রমী দৃশ্য দেখা গেল । পরীক্ষাকেন্দ্রের বাইরে একটি কক্ষে নানির কোলে কাঁদছে একটি নবজাতক—মাত্র ২ দিন বয়স। আর তার মা, সদ্য সন্তান জন্ম দিয়ে বসেছেন পরীক্ষার হলে!
মঙ্গলবার (১ জুলাই) চরফ্যাসনের ফাতেমা মতিন মহাবিদ্যালয় কেন্দ্রে এই দৃশ্যের সাক্ষী হয় স্থানীয়রা। কেন্দ্রের একটি নিরিবিলি কক্ষে দেখা যায়, এক নারী কোলের শিশু নিয়ে বসে আছেন। কাছে গিয়ে জানা যায়, তিনি খাজিদা বেগম—এই নবজাতকের নানি। আর শিশুটির মা, ফাবিহা খানম, দিচ্ছেন এইচএসসি পরীক্ষা।
জানা গেছে, উপজেলার আবুবকরপুর ইউনিয়নের মাকসুদ খানের মেয়ে ফাবিহা খানম। দেড় বছর আগে বিয়ে হয় পাশের এলাকার জাহিদুল ইসলামের সঙ্গে। গর্ভকালেই এইচএসসি পরীক্ষার ফরম পূরণ করেন ফাবিহা। গত সপ্তাহের মঙ্গলবার (২৪ জুন) একটি কন্যাসন্তানের জন্ম দেন তিনি। এরপর মাত্র দুই দিন পরই, বৃহস্পতিবার (২৬ জুন), অংশ নেন জীবনের গুরুত্বপূর্ণ পরীক্ষায়।
ফাবিহার মা খাজিদা বেগম বলেন, “মেয়ে গর্ভাবস্থায়ও পড়াশোনা চালিয়ে গেছে। তার জেদ ছিল, পরীক্ষা যে করেই হোক দিতেই হবে। আমরা চিন্তায় থাকলেও ওর সাহস আর ইচ্ছার কাছে হেরে গেছি। তাই আজ নাতনিকে নিয়ে এসেছি পরীক্ষাকেন্দ্রে।”
পরীক্ষাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ স্বপ্ন বলেন, “শুরুতে বিষয়টি শুনে আমরাও অবাক হয়েছিলাম। পরে তাদের জন্য আলাদা একটি কক্ষের ব্যবস্থা করি। অল্প বয়সে মা হলেও পড়াশোনার প্রতি ফাবিহার আগ্রহ আমাদের আশাবাদী করেছে।”
এই ঘটনায় কেন্দ্রের শিক্ষক-পর্যবেক্ষকরাও আবেগাপ্লুত। তাদের একজন বলেন, “এই দৃশ্য শুধু ব্যতিক্রম নয়, অনুপ্রেরণাদায়কও। জীবন ও সংগ্রাম একসঙ্গে কীভাবে চলে—ফাবিহার কাছে আমরা সেটাই শিখছি।”