মৌলভীবাজারের দুই সীমান্ত দিয়ে ২৫জনকে বিএসএফের পুশইন
প্রকাশ: ৫:১১ অপরাহ্ণ জুন ২৬, ২০২৫

▪️ শ্রীমঙ্গল প্রতিনিধিঃ
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার দুটি সীমান্ত দিয়ে আজও ২৫ জনকে পুশইন করেছে বিএসএফ। তাদেরকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আমিনুল ইসলাম জানান, বুধবার (২৫ জুন) রাতে শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের কাকমারা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে নারী পুরুষ ও শিশুরসহ ১৯ জন। তারা ওই এলাকার একটি বাড়িতে অবস্থান করছিলো।
এলাকাবাসী বিষয়টি দেখে স্থানীয় পুলিশকে খবর দিলে তাদের আটক করে শ্রীমঙ্গল থানায় নিয়ে আসা হয়। তাদের বাড়ি বাংলাদেশের নড়াইল, যশোর ও নোয়াখালীসহ বিভিন্ন জেলায় অবস্থিত। শ্রীমঙ্গলে আটককৃতদের মাঝে ৬ জন পুরুষ, ৯ জন মহিলা এবং ৪ জন শিশু রয়েছে।
অপরদিকে কমলগঞ্জ উপজেলার ধলাই সীমান্ত দিয়ে আরও ৬জনকে পুশইন করেছে বিএসএফ বলে জানিয়েছেন ৪৬ বিজিবির অধিনায়ক লে: কর্নেল এস এম জাকারিয়া। তাদেরকে স্থানীয় বিওপিতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।