আমি দুর্নীতি করি না, কাউকে করতেও দেব না : জেলা প্রশাসক, পঞ্চগড়
প্রকাশ: ১০:৩৭ অপরাহ্ণ ডিসেম্বর ৯, ২০২৫

মোঃ মোহন মিয়া, পঞ্চগড় প্রতিনিধি:
“আমি পঞ্চগড় জেলাকে দুর্নীতি মুক্ত ঘোষণা করতে চাই। নিজে দুর্নীতি করিনা আর কাউকে করতেও দেবো না” বলে মন্তব্য করেছেন পঞ্চগড়ের নবাগত জেলা প্রশাসক কাজী মো: সায়েমুজজামান।
পঞ্চগড়ের বোদায় রবিবার (৭ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা গণ মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।
পঞ্চগড়ের নবাগত জেলা প্রশাসক কাজী সায়েমুজ্জামান আরও বলেন, আমি এই জেলায় একটি লাগেজ নিয়ে এসেছি, জেলা প্রশাসক হিসেবে চলে যাওয়া’র সময় ওই একটি লাগেজ আর মানুষের ভালোবাসা নিয়ে যেতে চাই। এই জেলার সংশ্লিষ্ট কোন কর্মকর্তা কর্মচারী দুর্নীতিবাজ হলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। মনে রাখবেন আমার চাকুরি জীবনে কখনও তদবির করিনাই সরকার যেখানে মনে করেছে সেখানে কাজ করেছি। এই মুহূর্তে আমার লক্ষ্য আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে সম্পন্ন করা। নির্বাচন সময়ে কাউকে চেনার দরকার নেই। আমার কাছে কোন দল, মার্কা, কিংবা গোষ্ঠী আলাদা কোন সুবিধা নেয়ার চেষ্টা করবেন না। সবাইকে সমান গুরুত্ব দিয়ে জেলা প্রশাসন আগামী জাতীয় নির্বাচন তদারকি করবে।
তিনি আরও বলেন, কেমন জেলা প্রশাসক চান? শিরোনামে পঞ্চগড়ের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতামতের ভিত্তিতে একটি পুস্তিকা প্রকাশ করবে জেলা প্রশাসক। এবং সেই পুস্তিকা অনুযায়ী আপনাদের জেলা প্রশাসক হিসেবে সরকারি নিয়ম মেনে আপনাদের মতামতের ভিত্তিতে পঞ্চগড় জেলায় মাদক, জুয়া, বাল্যবিবাহ, শিক্ষা ক্ষেত্রে যাবতীয় অসংগতি সহ প্রতিটি দপ্তরের নাগরিক সেবার মান শতভাগ নিশ্চিতে কাজ করবো কথা দিচ্ছি।
এর আগে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রবিউল ইসলামের সভাপতিত্বে গণশুনানিতে গণমাধ্যম কর্মী, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য, কৃষক সমিতির প্রতিনিধি, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি সহ উন্মুক্তভাবে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শিক্ষা, স্বাস্থ্য, মাদক, জুয়া, বাল্যবিবাহ, বয়স্কভাতা, বিধবা ভাতা, ভিজিডি কার্ড বিতরণে অনিয়ম, ও রাস্তাঘাট সংস্কারের বিষয়ে মতামত তুলে ধরেন।
গণশুনানি অনুষ্ঠানে এসময় উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি), কৃষি, স্বাস্থ্য, প্রাণিসম্পদ, সমবায়, প্রকৌশলী, খাদ্য, শিক্ষা, পরিসংখ্যান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও অফিসার ইনচার্জ বোদা থানা উপস্থিত ছিলেন।