নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ইনার হুইল ক্লাব অব শ্রীমঙ্গল এর ‘মেগা জয়েন্ট প্রজেক্ট ২০২৫-২৬’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে শহরের পল হ্যারিস ইন্টারন্যাশনাল স্কুলে মেগা জয়েন্ট প্রজেক্ট উপলক্ষে আলোচনা সভা ও মানবিক সহায়তা বিতরণ করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ক্লাব প্রসিডেন্ট ডা.পুষ্পিতা খাস্তগীর এবং ক্লাবের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন ক্লাব সেক্রেটারি সামছুন নাহার খান বৃষ্টি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কান্তা ধর চৌধুরী।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সিনথিয়া তাসমিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিদা আক্তার, রোটারিয়ান সিরাজুল ইসলাম খান প্রমুখ।
পরে সামাজিক উন্নয়নমূলক কাজের প্রকল্পের অংশ হিসেবে দুই জন মুনিপুরী নারীকে ২টি তাঁত মেশিন, এক জন চা শ্রমিককে ১টি ভ্যানগাড়ি ও একটি মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য ১৬টি মশারি বিতরণ করা হয়।