নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের যানজট নিরসনে উপজেলা প্রশাসন,ব্যবসায়ী ও শ্রমিক নেতাদের সাথে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ মে) সকালে ট্রাফিক বিভাগ শ্রীমঙ্গলের আয়োজনে মতবিমিয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের পুলিশ সুপার এম, কে, এইচ,জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা।

সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) আনিসুর রহমান এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইসলাম উদ্দিন, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম।

এছাড়াও শ্রীমঙ্গল সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মী, নিরাপদ সড়ক চাই আন্দোলনের নেতৃবৃন্দরা শহরের যানজট নিরসনে তারা পুলিশ সুপারের নিকট বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন।

পুলিশ সুপার বলেন, শ্রীমঙ্গল শহর সারা বাংলাদেশের কাছে পরিচিত। এই শহরকে যানজট মুক্ত করতে হলে পুলিশের পাশাপাশি সবাইকে কাজ করতে হবে। শহরের বাইরে থেকে কোন সিএনজি বা ব্যাটারি চালিত অটোরিকশা শহরে প্রবেশ করতে পারবে না। এছাড়া রাত ১০টা থেকে সকাল ৮টার মধ্যে ব্যবসায়ীদের মালামাল লোড-আনলোড করতে হবে।

এছাড়া সিএনজি স্ট্যান্ড গুলোর রাস্তার উপর গাড়ি রাখা এবং অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ট্রাফিক বিভাগকে নির্দেশ দেন। দূরপাল্লার কোন বাস যাতে ৫ মিনিটের বেশি শহরে দাড়াতে না পারে সে বিষয়েও পুলিশ সুপার নির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টিআই (প্রশাসন) পুলিশ পরিদর্শক অনিল বিকাশ চাকমা।