ডিসেম্বর থেকে জুনের মধ্যে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন :প্রেস সচিব
প্রকাশ: ৯:৪৭ পূর্বাহ্ণ মে ১৭, ২০২৫

ডেস্ক নিউজ: আগামী জাতীয় নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে অনুষ্ঠিত হবে জানিয়েছেন অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। গতকাল শুক্রবার মাগুরা প্রেসক্লাব পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
শফিকুল আলম বলেন, জাতীয় নির্বাচন আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে অনুষ্ঠিত হবে। সেই লক্ষ্যেই প্রধান উপদেষ্টাসহ সকল উপদেষ্টারা কাজ করে যাচ্ছেন। আওয়ামী লীগের ব্যাপারে দেশের মানুষের চাহিদা পূরণ হয়েছে এবং এতে জনগণ সন্তুষ্টি প্রকাশ করেছে।
তিনি আরও বলেন, দেশ ভালই চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে উন্নতি হয়েছে। যেসব জায়গায় সংস্কার দরকার সেসব জায়গাতেই সংস্কারের কাজ চলছে। ইতোমধ্যে ইকোনমিতে বড় ধরনের কিছু সংস্কার করা হয়েছে। সামনে আরও সংস্কার হবে বলেও জানান তিনি।
সরকার গণমাধ্যমের স্বাধীনতার কথা বলছে দাবি করে শফিকুল আলম বলেন, শুধু কথা বলার স্বাধীনতা নয়, গণমাধ্যমের স্বাধীনতার জন্যও কাজ করে যাচ্ছি।
রিপোর্ট : জালালাবাদ বার্তা /সুদিপ দাশ
