ছাতকে পরিবার পরিকল্পনা বিভাগের মাঠকর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি
প্রকাশ: ৯:৪৫ অপরাহ্ণ ডিসেম্বর ৩, ২০২৫

ছাতক প্রতিনিধি:
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাঠপর্যায়ের কর্মীদের দীর্ঘদিনের প্রস্তাবিত নিয়োগ বিধি–২০২৪ দ্রুত বাস্তবায়নের দাবিতে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় দিনব্যাপী কর্মবিরতি ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দিনব্যাপী ছাতক উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় প্রাঙ্গণে পরিবার পরিকল্পনা অফিসের মাঠপর্যায়ের পরিদর্শিকা, পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীরা এ কর্মসূচি পালন করেন।
কর্মসূচিটি ছাতক উপজেলা পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারী অধিকার আদায় পরিষদের অন্যতম সদস্য পরিদর্শক সিন্টু কুমার দাস -এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে ছাতক উপজেলার ১৩টি ইউনিয়নের মাঠকর্মীরা একযোগে কর্মসূচিতে অংশ নেন।
বক্তব্যতে বক্তারা বলেন, মাঠপর্যায়ের কর্মীরা মা ও শিশু স্বাস্থ্যসেবা, পরিবার পরিকল্পনা সেবা, ২৪/৭ প্রসূতি সেবা, সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (EPI), কিশোর-কিশোরী স্বাস্থ্য শিক্ষা, কমিউনিটি ক্লিনিক সেবাসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও তাদের ন্যায্য অধিকার এখনও নিশ্চিত হয়নি। তারা আরও বলেন, দীর্ঘ ২৬ বছর ধরে নিয়োগ বিধির ফাইল প্রশাসনিক জটিলতায় আটকে থাকার কারণেই আমরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছি। দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।