মৌলভীবাজার প্রতিনিধি
বাংলাদেশ সোনাবাহিনী মৌলভীবাজার ক্যাম্পের অভিযানে একটি এয়ারগান উদ্ধার হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেল .টায় সেনাবাহিনী মৌলভীবাজার ক্যাম্পের  টহল দল মৌলভীবাজার সদর উপজেলার গিয়িাসনগর ইউনিয়নের রাঙ্গুরিয়া এলাকায় অভিযান চালিয়ে মো. জিলা মিয়ার বসতবাড়িতে তল্লাশি করে এয়ারগানটি উদ্ধার করেন।
পরর্বতীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণরে জন্য উদ্ধারকৃত অস্ত্র স্থানীয় থানায় হস্তান্তর করে সেনাবাহিনী।

জেলায় অবৈধ অস্ত্রের ব্যবহার ও মজুদ প্রতিরোধ, আইন-শৃঙাখলা রক্ষা এবং সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর অভিযান   চলমান রয়েছে।