যমুনায় নির্বাচন বিষয়ক প্রথম প্রস্তুতি সভা আগামীকাল
প্রকাশ: ১০:৩০ পূর্বাহ্ণ অক্টোবর ২৮, ২০২৫

ছবি : সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিবিষয়ক প্রথম সমন্বয় সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সভায় সভাপতিত্ব করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আগামীকাল ২৯ অক্টোবর, বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিবিষয়ক প্রথম সমন্বয় সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সভায় সভাপতিত্ব করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। উপদেষ্টা ও সচিবদের পাশাপাশি সভায় অংশ নেবেন সশস্ত্র বাহিনী বিভাগ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা। সভায় ভোট ও ভোটারের নিরাপত্তা বিষয়টি গুরুত্ব পাবে। পাশাপাশি সব প্রার্থীকে প্রচারণার সমান সুযোগ দেয়ার বিষয়েও আলোচনা হবে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।
প্রধান উপদেষ্টার কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী সভার নোটিসে স্বাক্ষর করেছেন। নোটিসে বলা হয়েছে, ‘প্রধান উপদেষ্টার সভাপতিত্বে জাতীয় নির্বাচন প্রস্তুতিবিষয়ক এক সমন্বয় সভা ২৯ অক্টোবর বেলা ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত হবে।’ ভোটের মাঠের নিরাপত্তাসহ সার্বিক শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরার জন্য এ সমন্বয় সভায় আমন্ত্রণ জানানো হয়েছে ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপ্যাল স্টাফ অফিসার ও ডিজিএফআইয়ের মহাপরিচালককে। পাশাপশি পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক, জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসআই) মহাপরিচালক, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক ও স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধানকে সভায় আমন্ত্রণ জানানো হয়েছে। সভায় অংশগ্রহণের নোটিসপ্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
নির্বাচন প্রস্তুতি নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম এ সমন্বয় সভায় উপস্থিত থাকবেন স্বরাষ্ট্র উপদেষ্টা, সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের রোহিঙ্গা সমস্যাবিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ। এছাড়া সভায় অংশ নেবেন প্রধান উপদেষ্টার স্বরাষ্ট্রবিষয়ক বিশেষ সহকারী ও আইসিটি-বিষয়ক বিশেষ সহকারী। পাশাপাশি এ সভায় অংশ নেবেন জনপ্রশাসন, স্বরাষ্ট্র ও বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব। এছাড়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, স্থানীয় সরকার বিভাগ, তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব সভায় অংশ নেবেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য চূড়ান্ত ভোট কেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়েছে। আগামী ফেব্রুয়ারিতে ভোট গ্রহণ ধরে প্রচারণা শুরু করেছে রাজনৈতিক দলগুলো। রাজধানী থেকে শুরু করে জেলা-উপজেলা পর্যায়েও চলছে প্রার্থীদের গণসংযোগ। সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য এরই মধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ নির্বাচনকে পুলিশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন আইজিপি বাহারুল আলম। তিনি মনে করেন, অতীতে নির্বাচনকে কেন্দ্র করে পুলিশ সম্পর্কে জনমনে যে নেতিবাচক ইমেজ তৈরি হয়েছে তা থেকে বেরিয়ে আসার একটা বড় সুযোগ আগামী নির্বাচন। নিরপেক্ষ ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে এ চ্যালেঞ্জ মোকাবেলা করতে চায় পুলিশ।
আইন-শৃঙ্খলাসংশ্লিষ্টরা জানান, নির্বাচনী প্রস্তুতি নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম এ সমন্বয় সভায় বেশকিছু বিষয় তুলে ধরা হবে। এর মধ্যে সবচেয়ে গুরুত্ব পাবে ভোট ও ভোটারের নিরাপত্তা। বিশেষ করে ভোটাররা যাতে নিরাপদে এবং উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। এছাড়া ব্যালট পেপার কেন্দ্রে পাঠানো এবং ভোট গ্রহণ শেষে সেগুলো নিরাপদে নির্বাচন কমিশন হেফাজতে বুঝিয়ে দেয়ার বিষয়টিও বিশেষ গুরুত্ব পাবে। এর বাইরে নির্বাচনে অংশ নেয়া সব প্রার্থীর নিরাপত্তার পাশাপাশি প্রচারণার ক্ষেত্রে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করার বিষয়ে আলোচনা হবে।
গত বছরের ৫ আগস্টের আগে-পরে পুলিশের লুট হওয়া অস্ত্রসহ সব অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়েও সভায় আলোচনা হবে।