ইসরাইলে আবারো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান
প্রকাশ: ১১:৫৩ পূর্বাহ্ণ জুন ২১, ২০২৫

আন্তজার্তিক ডেস্কঃ
আবারো ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।
আজ (২১ জুন) ভোরবেলা ইসরাইলের কেন্দ্রীয় অঞ্চল হোলোনে এই হামলা চালানো হয়। হামলার পর হোলোনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তেল আবিবের আকাশে প্রতিরক্ষাব্যবস্থার কাজ চোখে পড়েছে এবং আকাশে বিস্ফোরণের শব্দ পুরো মেট্রোপলিটন এলাকায় প্রতিধ্বনিত হয়।
ইসরাইলের জাতীয় জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড এডাম জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলেও সাইরেন বেজে ওঠেছে। এক ইসরাইলি সামরিক কর্মকর্তা জানান, ইরান পাঁচটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে, তবে এখনো পর্যন্ত কোনো ক্ষেপণাস্ত্রের সরাসরি আঘাতের প্রমাণ পাওয়া যায়নি। প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর নেই।
জরুরি সেবা সংস্থাটি একাধিক ছবি প্রকাশ করেছে, যেখানে ইসরাইলের কেন্দ্রীয় অঞ্চলের একটি বহুতল আবাসিক ভবনের ছাদে আগুন জ্বলতে দেখা গেছে। স্থানীয় গণমাধ্যমে বলা হচ্ছে, একটি প্রতিরোধক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে এই আগুনের সূত্রপাত হয়েছে।
এদিকে ইরানে ইসরাইলের একাধিক পাল্টা হামলার খবর পাওয়া গেছে, যার মধ্যে ইরানের ইসফাহান শহরও রয়েছে। ইসফাহানে ইরানের একটি গুরুত্বপূর্ণ পারমাণবিক গবেষণা কেন্দ্র অবস্থিত।
সূত্র: আল জাজিরা, রয়টার্স