পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে সমাজ গড়তে হলে ইসলামি আইন প্রয়োজন : জামায়াতে আমির
প্রকাশ: ৯:২০ পূর্বাহ্ণ মে ২, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:
মালিক-শ্রমিক পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে সমাজ গড়তে হলে ইসলামি আইন প্রয়োজন বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (১ মে) পল্টনে এক শ্রমিক সমাবেশে জামায়াত আমির আরো বলেন, বাংলাদেশে আট ঘণ্টায় শ্রমিকদের যে বেতন দেয়া হয় তা অমানবিক। জামায়াত রাষ্ট্র ক্ষমতায় গেলে নারীরাও তাদের পছন্দ অনুযায়ী কর্মক্ষেত্রে যেতে পারবেন বলেও জানান তিনি।
এসময় আগামীর বাংলাদেশ গড়তে ইসলামি শ্রম নীতির গুরুত্ব তুলে ধরেন জামায়াত নেতারা।
মহান মে দিবসে শ্রমিক সমাবেশের আয়োজন করে জামায়াতের সহযোগী সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। এসময় শ্রমিকদের দাবি-দাওয়া সংবলিত বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে সমাবেশে অংশ নেয় জামায়াতের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় নেতারা বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার ফিরে পেতে ও মালিক-শ্রমিক সম্পর্ক ঠিক রাখতে ইসলামি শ্রম নীতির বিকল্প নেই।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেন, শ্রমিক-মালিক পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে টেকসই সমাজ গড়তে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে। কর্মঘণ্টা বিবেচনায় বাংলাদেশে শ্রমিকদের যে বেতন দেওয়া হয় তা অমানবিক বলেও মন্তব্য করেন তিনি।
জামায়াত রাষ্ট্র ক্ষমতায় গেলে নারীরাও তাদের পছন্দ অনুযায়ী কর্মক্ষেত্র বেছে নিতে পারবে বলেও জানান জামায়াত আমির। এসময়, শিল্প কারখানাগুলোতে পুরুষদের পাশাপাশি নারীদেরও নামাজের ব্যবস্থা করার দাবি জানান তিনি।
শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে জামায়াতে ইসলামীর এই সমাবেশ একদিকে যেমন শ্রমিকদের আশা জাগিয়েছে, অন্যদিকে আগামী নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিকভাবে দলটির সক্রিয়তারও বার্তা দিয়েছে, এমনটাই মনে করছেন সমাবেশে আসা নেতাকর্মীরা।