কুলাউড়ায় অসচ্ছল পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ
প্রকাশ: ১১:৩০ অপরাহ্ণ ডিসেম্বর ২৩, ২০২৫

মো: আলী শোভন, কুলাউড়া, মৌলভীবাজারঃ
মৌলভীবাজারের কুলাউড়ায় অসচ্ছল পরিবারগুলোর স্বাবলম্বিতা নিশ্চিত করতে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১১টায় কুলাউড়ার একটি অভিজাত রেস্টুরেন্টে ‘আমরা কুলাউড়ী কানাডিয়ান টরেন্টো, কানাডা’র উদ্যোগে উপজেলা ব্যাপী এই সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কুলাউড়া সাংবাদিক সমিতির সাবেক সভাপতি ও টিম জার্নালিস্ট’স-এর উপদেষ্টা এম. মোক্তাদির হোসেনের সভাপতিত্বে এবং সাংবাদিক রুবেল বখস পাবেলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মোল্যা। এসময় তিনি বলেন, অসচ্ছলতা দূরীকরণে ‘আমরা কুলাউড়ী কানাডিয়ান টরেন্টো’র পক্ষ থেকে এই মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। আশা করি, প্রাপ্ত সেলাই মেশিন ব্যবহার করে উপকারভোগীরা নিজেদের পরিবারের অর্থনৈতিক চাকা সচল করতে পারবেন এবং পরিবারের পুরুষ সদস্যদের পাশাপাশি নারীরাও সমানভাবে এগিয়ে যাবেন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের সাবেক মহিলা সদস্য শিরিন আক্তার চৌধুরী মুন্নী এবং কুলাউড়া রেলওয়ে জংশন স্টেশনের স্টেশন মাস্টার রোমান আহমদ।
এছাড়াও ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত ছিলেন ‘আমরা কুলাউড়ী কানাডিয়ান টরেন্টো, কানাডা’র সভাপতি মুহিবুর রহমান খান এবং সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুছ চৌধুরী।
অনুষ্ঠানে কুলাউড়া উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভা থেকে মোট ১৪টি পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।