মৌলভীবাজার প্রতিনিধিঃ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা দ্বি-বার্ষিক পরিদর্শন করেছেন সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) রেঞ্জ ডিআইজি শ্রীমঙ্গল থানায় পৌঁছালে তাঁকে স্বাগত জানান মৌলভীবাজার জেলার পুলিশ সুপার এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা। পরে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম এর নেতৃত্বে শ্রীমঙ্গল থানা পুলিশের একটি চৌকস দলের গার্ড অব অনারে সালাম ও অভিবাদন গ্রহণ শেষে তিনি থানা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন ডিআইজি। পরবর্তীতে তিনি থানার বিভিন্ন রেজিস্টার, পত্রাদি, হাজতখানা, ফোর্সের ব্যারাক ও পুলিশ মেসসহ সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে তিনি সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অফিসার-ফোর্সদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন এবং পেশাগত দায়িত্ব পালনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, পিপিএম; সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মো. ওয়াহিদুজ্জামান রাজু, সহকারী পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড ট্রাফিক) রেঞ্জ ডিআইজি কার্যালয় সিলেট ও অতিরিক্ত দায়িত্বে স্টাফ অফিসার টু ডিআইজি, সিলেট রেঞ্জ মো. রফিকুল ইসলাম খানসহ মৌলভীবাজার জেলার বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা-ফোর্সবৃন্দ।