স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জঃ

সুনামগঞ্জের মধ্যনগরে ভারতীয় থান কাপড়সহ এক চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ জুলাই) মধ্যনগর থানার এসআই বিকাশ সরকার, মো. আলমগীর হোসেন, এএসআই মো. আশরাফুল ও স্বপন সরকার অভিযান চালিয়ে মধ্যনগর উপজেলার সদর ইউনিয়ন এলাকায় হাওরে নৌকা থেকে মো. উমর ফারুক (৩২)-কে আটক করেন।

এসময় নৌকার ভিতর থেকে ১০১ পিস ভারতীয় থান কাপড় উদ্ধার করেন পুলিশ সদস্যরা। গ্রেপ্তারকৃত ফারুক মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের মো. মিলন মিয়ার ছেলে।

এসআই বিকাশ সরকার জানান, আটকৃতের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ ধারায় একটি মামলা দায়েরর পর বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।