কুলাউড়ার হাজীপুরে আন্তঃইউনিয়ন ফুটবল লীগ উদ্বোধন
প্রকাশ: ১০:২৫ অপরাহ্ণ জুলাই ২, ২০২৫

🔹 এস আর অনি চৌধুরীঃ
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নে শুরু হয়েছে আব্দুল বারী চৌধুরী (এবিসি) স্পোর্টস্ একাডেমি আন্তঃইউনিয়ন প্রিমিয়ার ফুটবল লীগ ২০২৫ইং।
বুধবার (২ জুলাই) বিকেলে পিরেরবাজার সংলগ্ন ঐতিহ্যবাহী খেইড়টিলা মাঠে পায়রা উড়িয়ে লীগের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

লীগ পরিচালনা কমিটির সভাপতি আহরারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানিহাটি বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক খুরশীদ উল্লাহ্। তিনি বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে কার্যকর ভূমিকা রাখে। এবিসি স্পোর্টস্ একাডেমির এই আয়োজন নিঃসন্দেহে সময়োপযোগী ও প্রশংসনীয়। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন চলমান থাকলে এখান থেকেই গড়ে উঠবে প্রতিভাবান ফুটবলার।

এবিসি স্পোর্টস্ একাডেমির ভারপ্রাপ্ত মহাপরিচালক তুহেল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাজীপুর ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক সদস্য বিশিষ্ট রাজনীতিবিদ ইয়াকুব আলী, উত্তর কুলাউড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুর রহমান কবির, ইউপি সদস্য মনিরুজ্জামান হেলাল, শিক্ষক আব্দুল মালিক শামীম প্রমুখ।

অনুষ্ঠানে একাডেমির কর্মকর্তাবৃন্দ, ১০নং হাজীপুর ইউনিয়ন প্রবাসী পরিষদের দেশে অবস্থানরত নেতৃবৃন্দ, লীগ পরিচালনা কমিটির উপদেষ্টা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিপুলসংখ্যক ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আন্তঃইউনিয়ন এ লীগে হাজীপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ড থেকে ৯টি দল অংশ নিচ্ছে।
উদ্বোধনী ম্যাচে শুভেচ্ছা ক্লাব (২নং ওয়ার্ড) ও এমসিএইচ (৮নং ওয়ার্ড) মুখোমুখি হয়ে ৩-২ গোলে ৮নং ওয়ার্ড জয়লাভ করে।