◾শ্রীমঙ্গল প্রতিনিধি:

বাংলাদেশ বেতারের নিয়মিত গীতিকার হিসেবে অন্তর্ভুক্ত হলেন শ্রীমঙ্গলের পরিচিত মুখ, লিটলম্যাগাজিন ‘পঙক্তি’র সম্পাদক ও প্রকাশক, গীতি ছন্দের কারিগর, কবি, ছড়াকার ও সাংবাদিক পারভেজ হাসান।

গত ১৯ জুন সিলেট বেতারের আঞ্চলিক পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ তারিক এর পক্ষে উপ-আঞ্চলিক পরিচালক মোহাম্মদ আব্দুল হক সাক্ষরিত  এক চিঠিতে জানানো হয় বাংলাদেশ বেতারের সিলেট কেন্দ্রের তালিকাভুক্ত গীতিকার হওয়ার গৌরব অর্জন করেছেন এবং সেই সাথে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ বেতারের সিলেট কেন্দ্রের আঞ্চলিক পরিচালক।

লিটলম্যাগ ‘পঙক্তি’র সম্পাদক ও প্রকাশক, গীতি ছন্দের কারিগর, কবি, ছড়াকার ও সাংবাদিক পারভেজ হাসান ১৯৯২ সালের ৯ নভেম্বর মৌলভীবাজার জেলার চায়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গল উপজেলার সাইটুলা গ্রামে জন্ম গ্রহণ করেন। তাঁর  পিতার নাম আব্দুর রশিদ, মাতা রীনা বেগম। দুই ভাই বোনের মধ্যে তিনিই বড়।

ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি তাঁর একটা বড় ঝোঁক ছিল। ৬ষ্ঠ শ্রেণীতে থাকা অবস্থাতেই কবিতা লিখতে শুরু করেন। তাঁর লেখা বহু কবিতা ও ছড়া বিভিন্ন পত্র-পত্রিকা ও লিটলম্যাগে প্রকাশিত হয়েছে। ২০০৯ সাল থেকে ছন্দে ছন্দে গান লেখা শুরু করেন। এ পর্যন্ত তার গানের সংখ্যা সাড়ে তিনশো ছাড়িয়ে ।

তিনি শ্রীমঙ্গলের হাজী আব্দুল গফুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, শ্রীমঙ্গল সরকারি কলেজ থেকে এইচএসসি, কমলগঞ্জ গণ-মহাবিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে অনার্স এবং সিলেটের এমসি কলেজ থেকে ভাষা ও সাহিত্যে মাস্টার্স সম্পন্ন করেন।

ছোটবেলা থেকে এই বেতার শ্রোতা অনেক স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে সম্পৃক্ত। তার হাত ধরে অনেক সংগঠন গঠিত হয়েছে।

পারভেজ হাসান জানান, “দীর্ঘদিনের লেখালেখির এ পর্যায় এসে গীতিকার হিসেবে বাংলাদেশ বেতারে তালিকাভুক্ত হতে পেরে জীবনের বড় প্রাপ্তি বলে মনে করেন”।  তিনি আরও বলেন “সামনে বিটিভিতেও যেন তালিকাভুক্ত হতে পারেন সেজন্য সবার দোয়া কামনা করেছেন”। বহমুখী প্রতিভার অধিকারী, গীতি ছন্দের কারিগর, কবি, ছড়াকার ও সাংবাদিক পারভেজ হাসান বলেন, এই ক্ষুদ্র জীবনে ছোট ছোট এসব প্রাপ্তি গুলো সামনে চলার পথকে আরও সুগম করে, উৎসাহিত করবে এবং অদম্য গতিতে এগিয়ে যাবার প্রেরণা যোগাবে।

কবি পারভেজ এর গানে ও কবিতায় মাটির গন্ধ পাওয়া যায়। তিনি তার অধিকাংশ লেখায় গ্রামের মানুষের জীবনাচরণ ও তাদের সূখ দু:খ তুলে ধরেছেন।