
🔘 মৌলভীবাজার প্রতিনিধিঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী ডা. জোবায়দা রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হচ্ছে।
বৃহস্পতিবার (১৯ জুন) মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও শ্রীমঙ্গও পৌরসভার সাবেক মেয়র মো. মহসিন মিয়া মধুর পক্ষ থেকে ডা.বোবায়দা রহমানের জন্মদিন উপলক্ষে শহরের একটি রেস্টুরেন্টে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়। আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুণ সমাজসেবক ও যুবদল নেতা মুরাদ হোসেন সুমন।এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা ইউপি সদস্য মো. হাবিব মিয়া, ডা. ইসমাইল হোসেন, যুবদল নেতা ইসমাইল হোসেন, লুৎফর রহমান লিটন, রাশিদ শিপু, আমিন মিয়া, রায়হান আহমদ, মাইনুদ্দিন, শাহিন মিয়া, মো. খলিল মিয়া, ছাত্রদল নেতা রুহেল আহমেদ, শাহাদাত হোসেন আকাশ, পৌর নবীনদলের সভাপতি শাহিন মিয়া সহ বিএনপি ও দলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে ডা. জোবায়দা রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মিলাদ মাহফিল অনুষ্টিত হয়।

এছাড়াও শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইসলাম উদ্দিনকে সাথে নিয়ে উপজেলা পরিষদ এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন-উপজেলা যুবদল নেতা ইসমাইল হোসেন, রুমেল আহমেদ, ছাত্রদল নেতা মোবারক হোসেন মোস্তফা সহ যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
