ঠাকুরগাঁওয়ে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী পালিত
প্রকাশ: ৬:০৮ অপরাহ্ণ নভেম্বর ১৮, ২০২৫

মোঃ শফিকুল ইসলাম দুলাল:
মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইএসডিওতে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। “আমাদের মিলিত সংগ্রাম, মওলানা ভাসানীর নাম” – এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার রাতে ইএসডিও প্রধান কার্যালয়ের জয়নাল আবেদীন মিলনায়তনে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
মওলানা আব্দুল হামিদ খান ভাসানী স্মৃতি পাঠাগার (কলেজপাড়া, ঠাকুরগাঁও) এবং ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র আয়োজনে অনুষ্ঠিত সভায় মওলানা ভাসানীর জীবনযাপন, রাজনৈতিক দর্শন, সংগ্রামী ভূমিকা এবং বাংলাদেশের ইতিহাসে তাঁর অবদান স্মরণ করে মওলানা আব্দুল হামিদ খান ভাসানী স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং ইএসডিও’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহাম্মদ শহীদ উজ জামানের সভাপতিত্বে বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট সমাজসেবক, মওলানা ভাসানীর সহচর আলহাজ্ব আনিসুল হক চৌধুরী, বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ঠাকুরগাঁওয়ের সভাপতি মো. জালাল উদ্দীন আহমেদ, ইএসডিও’র পরিচালক (প্রশাসন) ও ইকো পাঠশালা এন্ড কলেজের অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ ড. সেলিমা আখতার, জেলা বিএনপির সহ-সভাপতি ও নব্বইয়ের ছাত্র আন্দোলনের অন্যতম নেতা ওবায়দুল্লাহ মাসুদ, ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মাওলানা খলিলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ও জ্যেষ্ঠ নেতা নুর করীম, বিশিষ্ট শিক্ষাবিদ আশরাফুল ইসলাম, বিশিষ্ট পরিবেশকর্মী এডভোকেট জাহীদ ইকবাল, বিশিষ্ট সাংবাদিক গোলাম সারওয়ার সমার্ট, ঠাকুরগাঁও জেলা বিএনপির দপ্তর সম্পাদক ও ঠাকুরগাঁও দোকান মালিক সমিতির সভাপতি মো. মামুনুর রশীদ, ইএসডিও’র টিম লিডার (ইউথ এনগেজমেন্ট এন্ড আইসিটি) শাশ্বত জামান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলার বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইকো পাঠশালা এন্ড কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং ইএসডিও’র উন্নয়নকর্মীরা।
সভায় স্বাগত বক্তব্য রাখেন মো. শামীম হোসেন পারভেজ, সাধারণ সম্পাদক, মওলানা ভাসানী স্মৃতি পাঠাগার এবং হেড অব প্রোগ্রাম (সমন্বয়ক), ইএসডিও। মিলাদ মাহফিল শেষে মওলানা ভাসানীর রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। পরে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উল্লেখ্য, প্রায় চার দশক ধরে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী পালন করে আসছে ইএসডিও।