কুলাউড়ায় জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রকাশ: ১১:০৮ অপরাহ্ণ ডিসেম্বর ৭, ২০২৫

মো: আলী শোভন, কুলাউড়া ( মৌলভীবাজার):
মৌলভীবাজারের নবনিযুক্ত জেলা প্রশাসক।তৌহিদুজ্জামান পাবেল কুলাউড়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,সাংবাদিক, জনপ্রতিনিধি ও সুধীসমাজের সাথে মতবিনিময় সভা করেছেন।
৭ ডিসেম্বর ২০২৫ রবিবার উপজেলা প্রশাসনের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহিউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনিযুক্ত জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাবেল।
এছাড়াও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কুলাউড়া থানার বিদায়ী অফিসার ইনচার্জ মো. ওমর ফারুক, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাকির হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাকিল রশিদ চৌধুরী,উপজেলা সাংবাদিক সমিতির সাবেক সভাপতি, এম. মোক্তাদির হোসেন,সিনিয়র সাংবাদিক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, উপজেলা জামায়াতের নায়েবে আমির জাকির হোসেন, ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম আখই, জুলাই যোদ্ধা নাহিদুর রহমান, লিংকন তালুকদার, শামীম আহমদ, উপজেলার ১৩ টি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
সভায় স্থানীয় নেতৃবৃন্দ জেলা প্রশাসকের নিকট হাসপাতাল উন্নয়ন, কৃষি খাতের ডিজিটাল সেবা, সড়ক সংস্কার, মিনি স্টেডিয়াম, শহরের স্থায়ী যানজট সমাধানসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।
সভায় জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাবেল প্রধান অতিথির বক্তব্যে বলেন, আগামী নির্বাচনে স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক থাকবে। কুলাউড়া সম্ভাবনার একটি সমৃদ্ধ উপজেলা এখানে রয়েছে হাকালুকি হাওড়, চা শিল্প ও খনিজসম্পদের বিশাল সুযোগ। এসব সম্পদকে টেকসই উন্নয়নে কাজে লাগাতে আমরা অগ্রাধিকার দেব। শহরের যানজট নিরসনে কার্যকর পরিকল্পনা নেওয়া হবে এবং নগরবাসীর জন্য একটি ওয়াকওয়ে তৈরি করার চেষ্টা রয়েছে। আপনাদের সহযোগিতা নিয়ে মৌলভীবাজারকে একটি উন্নত ও আধুনিক জেলা হিসেবে গড়ে তুলতে চাই।