
স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের ছাতকে প্রযুক্তি নির্ভর যুব শক্তি বহুপাক্ষিক অংশিদারিত্বে অগ্রগতি এই স্লোগানকে সামনে রেখে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর এর যৌথ উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুব উন্নয়ন অতিরিক্ত কর্মকর্তা মাহাবুব উল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম।
বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফারুক আহমদ, ছাতক উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ মো. শফিউর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মিলন আহমদ, ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাকির আমীন, হাবিবুর রহমান, এম সাইফ উদ্দীন, সাইফুর রহমান।
এসভায় উপস্থিত ছিলেন, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি, দৈনিক ইনকিলাব’র ছাতক উপজেলা সংবাদদাতা ও দৈনিক শ্যামল সিলেট’র স্টাফ রিপোর্টার কাজি রেজাউল করিম রেজা, মফস্বল সাংবাদিক ফোরাম’র সহ-সভাপতি অজিত কুমার দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক হাকীম ফারুক আহমদ নোমান ও ফজল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক তাজিদুল ইসলাম, আল ইমরান আবির, রবিউল হাসান, কাওছার আহমেদ সহ প্রশাসনিক কর্মকর্তা, কর্মচারী, তরুন-তরুনী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনি পেশার লোকজন উপস্থিত ছিলেন। সভায় শপথপাঠ, সনদপত্র ও ঋন বিতরণ করেন প্রধান অতিথি। এর আগে বিভিন্ন স্থানে বৃক্ষরোপন কর্মসূচি শেষে উপজেলা চত্ত্বর এলাকায় যুব র্যালী বের করা হয়।
