মৌলভীবাজার প্রতিনিধিঃ

মৌলভীবাজারের অবসর ও বদলীজনিত ৩ পুলিশ সদস্যকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে থানা প্রশাসন।

রোববার (৩ আগস্ট) বিকেলে অবসর প্রাপ্ত কনস্টেবল মো. নুরুল ইসলাম ও মো. কারুজ্জামান কাজলকে এবং বদলিজনিত কারণে কনস্টেবল অনিল কান্তি চাকমাকে সংবর্ধনা দিয়েছেন শ্রীমঙ্গল থানা প্রশাসন।

বিদায় বেলা ৩ পুলিশ সদস্যকে ফুলের সংবর্ধনা এবং তাদের হাতে উপহার সামগ্রী ও সম্মাননা ক্রেস্ট তোলে দেন অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম। পরে অবসরপ্রাপ্ত দুই কনস্টেবলকে ফুলেফুলে সাজানো গাড়িতে ছড়িয়ে বাড়িতে পৌঁছে দেয় শ্রীমঙ্গল থানা প্রশাসন।

এসময় অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম এর সভাপতিত্বে বিদায়ী সংবর্ধনা অনুষ্টানে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. এমদাদুল হক, এসআই সাইদুর রহমান, এএসআই নজরুল ইসলাম, কনস্টেবল মন্টু রঞ্জন দাশ সংবর্ধনাপ্রাপ্ত অনিল কান্তি চাকমা, নুরুল ইসলাম, কামরুজ্জামান কাজল প্রমুখ। এছাড়াও অনুষ্টানে শ্রীমঙ্গল থানায় কর্মরত অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।