সিলেটে এনসিপির প্রথম সমাবেশ যেন “নতুন ধারার রাজনীতির ইঙ্গিত” : সাদিকুর রহমান সাকী
প্রকাশ: ১০:০৬ পূর্বাহ্ণ জুলাই ২৬, ২০২৫

◾জালালাবাদ বার্তা২৪:
সিলেটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) প্রথম সমাবেশে নতুন ধারার রাজনীতি পরিলক্ষিত হয়েছে বলে মন্তব্য করেছেন জার্নালিস্ট সাদিকুর রহমান সাকী।
তিনি বলেন, নবগঠিত রাজনৈতিক দল এনসিপি’র প্রথম কর্মসূচিতে অংশ নিয়ে একটি ভিন্ন ধরনের অভিজ্ঞতা হয়েছে। এখনও পুরোপুরি সংগঠিত হয়ে ওঠেনি দলটি, এবং দলীয় নেতাকর্মীরাও রাজনীতিতে একেবারেই নতুন। তবে, কর্মসূচিতে কিছু দিক ছিলো যা আলাদা করে নজর কাড়ে।
প্রথমত, বক্তৃতাগুলো ছিলো সংক্ষিপ্ত ও বিষয়ভিত্তিক। এড্রেসিংয়ে সময় নষ্ট কিংবা অপ্রয়োজনীয় বক্তব্য, পুনরুক্তি বা অতিরিক্ত আবেগপ্রবণ ভাষা পরিহার করেছেন বক্তারা। টু দ্যা পয়েন্টে প্রত্যেকে ৩ থেকে ৫ মিনিটের মধ্যে নিজেদের বক্তব্য শেষ করেছেন, এবং সবাই বক্তৃতা দেওয়ার প্রতিযোগিতায় নামেননি। ফলে, পুরো আয়োজনটি ছিলো প্রাণবন্ত ও মনোযোগ ধরে রাখার মতো — বিরক্তিকর নয়।
দ্বিতীয়ত, চেয়ারবিহীন অবস্থানে সবাই এক কাতারে দাঁড়িয়ে থেকেছেন, যা এক ধরনের সমতার বার্তা দেয়। দলীয় নেতৃত্ব সবাই ছিলেন একই সারিতে, যা রাজনৈতিক সংস্কৃতিতে এক নতুন ইঙ্গিত।
নতুন দল হিসেবে সীমিত প্রস্তুতি ও অভিজ্ঞতার মধ্যেও এনসিপি যে পরিমিতিবোধ ও সময়ানুবর্তিতার পরিচয় দিয়েছে, তা এক কথায় প্রশংসনীয়।
সাদিকুর রহমান সাকী, জার্নালিস্ট, সিলেট।
২৬ জুলাই, শনিবার