ব্যবসায়ীদের অর্থ আত্মসাৎ করে পলাতক আমিরাত লুব ওয়েলের আনিছ
প্রকাশ: ৯:০৬ অপরাহ্ণ জুলাই ২২, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারে বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে বিপুল পরিমান অর্থ আত্মসাৎ করে পলিয়েছে সিটি গ্রæপ অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড (আমিরাত লুব ওয়েল) নামের একটি প্রতিষ্টানের বিক্রয় প্রতিনিধি মো. আনিছুর রহমান।
প্রতারক আনিছুর রহমান জামালপুর জেলার সরিশাবাড়ী উপজেলার মো. আয়েন উদ্দিনের ছেলে হলেও তার জাতীয় পরিচয়পত্রে সিরাজগঞ্জ পৌর এলাকার মাসুমপুরের বাসিন্দা উল্লেখ্য রয়েছে।
গত ৪ জুন থেকে প্রতারক আনিছুর রহমান মৌলভীবাজার শহরের ভাড়া বাসা থেকে পালিয়ে গেলে কোম্পানির পক্ষ থেকে আজিজুল হক মৌলভীবাজার সদর মডেল থানায় একটি সাধারণ ডাইরী দায়ের করেন।
আনিসুর রহমান কতৃক প্রতারণার শিকার ব্যবসায়ীরা জানান, গত জুন মাসের ১৫ তারিখ থেকে ৪ জুলাই পর্যন্ত মৌলভীবাজার শহর, শ্রীমঙ্গলসহ বিভিন্ন স্থান থেকে প্যাকেজের দামে লুব্রিকেন্টস কিনে দেওয়ার কথা বলে একাধিক ব্যবসা প্রতিষ্টান থেকে অনুমানিক ২৫/৩০ লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়।
সে ওই কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে মৌলভীবাজার জেলায় ৩ বছর ধরে অবস্থান করে আসছিল।
প্রতারণার শিকার ব্যবসায়ীরা প্রতারক আনিছুর রহমানকে খোঁজে বের করে আইনের আওতায় এনে টাকা উদ্ধার এবং তার শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন।