জালালাবাদ বার্তা২৪ ডেস্কঃ

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন কলেজের ক্যাম্পাসে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।

সোমবার (২১ জুলাই) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।

দুপুর ২টার পরে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা লিমা খান জানান, এ ঘটনায় একজন নিহত হয়েছেন। আহত চারজনকে বিমানবাহিনীর হেলিকপ্টারে করে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দে আকাশ থেকে একটি ছোট আকারের বিমান কলেজ চত্বরে আছড়ে পড়ে। এতে মুহূর্তেই শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে দিগ্বিদিক ছুটোছুটি শুরু করেন।

তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ ও হতাহতের পরিমাণ জানা যায়নি। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেছে। আইনশৃঙ্খলা বাহিনী এলাকাটি ঘিরে রেখেছে।

সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়েছে। বিমানটি সোমবার দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে। এর পরপরই বিধ্বস্ত হয়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, দুপুর ১টা ১৮ মিনিটে আমরা সংবাদ পেয়েছি যে উত্তরা মাইলস্টোন কলেজের কাছে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। ঘটনাস্থলে আমাদের তিনটি ইউনিট কাজ করছে। পরে আরও দুটি ইউনিট রাস্তায় প্রস্তুত আছে।

ডিউটি অফিসার আরও বলেন, ‘এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য আমাদের কাছে এ মুহূর্তে নেই।