চরফ্যাসনে এসএসসি ও সমমান পরীক্ষায় পাশের হার মাত্র ৫৬%
প্রকাশ: ১:৩৪ অপরাহ্ণ জুলাই ১১, ২০২৫
দুই প্রতিষ্টানে পাশ করেনি কেউই, হতাশ অবিভাবক মহল

🔸নিজস্ব প্রতিনিধি, চরফ্যাসন (ভোলা):
২০২৫ সালের এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার ফলাফলে ভোলার চরফ্যাসন উপজেলায় আশানুরূপ সাফল্য দেখা যায়নি। উপজেলাজুড়ে মোট ৬,২১৯ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে মাত্র ৩,৪৮৪ জন। পাশের হার দাঁড়িয়েছে মাত্র ৫৬ শতাংশ। অপরদিকে অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা ২,৭৩৬ জন, যা মোট পরীক্ষার্থীর প্রায় ৪৪ শতাংশ।
ফলাফলের সবচেয়ে হতাশাজনক দিক হলো—উপজেলার দুটি শিক্ষা প্রতিষ্ঠানে একজন শিক্ষার্থীও পাস করেনি। প্রতিষ্ঠান দুটি হলো চরফ্যাসন পৌরসভা ৭ নম্বর ওয়ার্ডের শামীম মেমোরিয়াল বালিকা মাধ্যমিক বিদ্যালয় এবং দুলারহাট থানাধীন নুরাবাদ ইউনিয়নের ফরিদাবাদ হাই স্কুল।
এমন ফলাফলের জন্য দায়ী হিসেবে শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরা শিক্ষক সংকট, শ্রেণিকক্ষের অপ্রতুলতা, শিক্ষার্থীদের অনিয়মিত উপস্থিতি এবং গাইডনির্ভর শিক্ষা ব্যবস্থাকে উল্লেখ করছেন।
অনেকেই মনে করেন, পরীক্ষার ফলাফলের ভিত্তিতে দোষারোপ না করে শিক্ষকদের প্রশিক্ষণ, শিক্ষার্থীদের মানসিক প্রস্তুতি এবং আধুনিক ও ছাত্র-কেন্দ্রিক পাঠদান পদ্ধতি চালুর মাধ্যমে টেকসই সমাধানের দিকে অগ্রসর হওয়া প্রয়োজন।
চরফ্যাসন উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, যেসব প্রতিষ্ঠানে পাশের হার আশঙ্কাজনকভাবে কম, সেগুলোর বিরুদ্ধে বিশেষ নজরদারি এবং প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হচ্ছে।
এদিকে, হতাশ অভিভাবক, শিক্ষক ও সচেতন নাগরিকরা মনে করছেন, দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে আগামীতে আরও ভয়াবহ চিত্র সামনে আসতে পারে। তাই চরফ্যাসনের সার্বিক শিক্ষাব্যবস্থায় রূপান্তরমূলক পরিবর্তনের দাবি উঠেছে এলাকাবাসীর পক্ষ থেকে।