মৌলভীবাজারে ‘জুলাই মঞ্চ”র নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
প্রকাশ: ৯:৫৭ অপরাহ্ণ জুলাই ৪, ২০২৫

🌍 মোহাম্মদ আলী শোভন, কুলাউড়াঃ
মৌলভীবাজার জেলার নবগঠিত “জুলাই মঞ্চ” কমিটির পরিচিতি উপলক্ষে এক পরিচিতি সভার আয়োজন করা হয়।
শুক্রবার (৪ জুলাই) বিকাল ৩টায় শহরের মামার বাড়ি রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলার বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক ও সাংগঠনিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নবগঠিত জেলা কমিটির দিকনির্দেশনা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সংগঠনের নীতিগত অবস্থান নিয়ে আলোচনা হয়।
মৌলভীবাজার জেলা কাঠামোর আহ্বায়ক তানজিয়া শিশির এর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা কাঠামোর উপদেষ্টা সিরাজুল ইসলাম শিপন।
এছাড়াও উক্ত সভায় অন্যান্যদের উপস্থিত ছিলেন, তানিম হুসাইন রুহিন, মুখপাত্র “জুলাই মঞ্চ” মৌলভীবাজার জেলা, নাহিদা খানম মূখ্য প্রতিনিধি, মোহাম্মদ আলী শোভন সামাজিক নিরাপত্তা বিষয়ক প্রতিনিধি, অপু রায়হান, সভাপতি-গণঅধিকার পরিষদ, মৌলভীবাজার জেলা এছাড়াও আরো অনেকে এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
সভায় বক্তারা বলেন, “জুলাই মঞ্চ” একটি প্রগতিশীল এবং গণতান্ত্রিক আন্দোলনের প্ল্যাটফর্ম। শহীদদের সম্মান, জনগণের অধিকার এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে সংগঠনটি কাজ করে যাচ্ছে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মৌলভীবাজার জেলা কাঠামোর উপদেষ্টা সিরাজুল ইসলাম শিপন বলেন, আমরা দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখি। প্রতিটি উপজেলায় কমিটি গঠনের মাধ্যমে আমাদের কাঠামোকে আরও শক্তিশালী করা হবে। অনিয়ম, দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে আমরা সংগঠিত প্রতিরোধ গড়ব।
উক্ত সভায় তানজিয়া শিশির তার বক্তব্যে বলেন, মৌলভীবাজার জেলার প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত “নারীর নেতৃত্ব ছাড়া সমাজ পরিবর্তনের কোনো আন্দোলন সফল হতে পারে না। আমাদের সংগঠনে নারী প্রতিনিধিত্বের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে।”
এসময় উপস্থিত তানিম হুসাইন রুহিন, “জুলাই মঞ্চ” মৌলভীবাজার জেলার মুখপাত্র, হিসেবে সংগঠনের কার্যক্রমে গুরুত্বপূর্ণ অংশগ্রহণ করেন এবং সভায় সক্রিয়ভাবে উপস্থিত ছিলেন।
সভায় আলোচিত বিষয়গুলোর মধ্যে ছিলো জুলাই মাসের শহীদদের যথাযথ সম্মান প্রদান, জেলার বিভিন্ন পর্যায়ের দুর্নীতি ও রাজনৈতিক অনিয়মের বিরুদ্ধে প্রতিরোধ, তরুণদের জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ করা, প্রতিটি উপজেলা পর্যায়ে কমিটি গঠনের সুনির্দিষ্ট পরিকল্পনা, সংগঠনের কার্যক্রমকে প্রাতিষ্ঠানিকভাবে সম্প্রসারণ ইত্যাদি।
অনুষ্ঠান শেষে একটি সমন্বয় সভার মাধ্যমে সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, সদস্য তালিকা চূড়ান্তকরণ ও সাংগঠনিক কৌশল নির্ধারণ করা হয়।