জালালাবাদ বার্তা ডেস্কঃ

টরন্টোর বাংলা টাউনে বিএনপির প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সোমবার (৯ জুন) বিকাল ৬টায় ডেনফোর্থস্থ বিডি ফিউশন এর হলরুমে বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম অফ অন্টারিও কর্তৃক আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মিলাদ চৌধুরীর এবং সঞ্চালনায় ছিলেন তাহমিনা চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন, সাবেক কানাডা বিএনপির উপদেষ্টা জনাব আব্দুল মুহিত, সাবেক সাধারণ সম্পাদক একে আজাদ, Peace and Justice এর পরিচালক মুমিনুল হক মিলন, সাবেক সাংগঠনিক সম্পাদক জাকারিয়া চৌধুরী, জাতীয়তাবাদী যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাসরুল হোসেন, সাবেক চেয়ারম্যান জনাব ওমর ফারুক।

স্বাগতম বক্তব্য রাখেন, সরওয়ার হোসেন, নির্বাহী সভাপতি ফরহাদ মিশু, সিনিয়র যুগ্ম সম্পাদক মনজুরুল আলম চৌধুরী খোকন, আলীম হোসেন এবং সোহেল আহমেদ।

এ সময় আরও উপস্হিত ছিলেন গোলাম রাব্বী শুভ্র, মহি উদ্দিন, ফজলে প্রধান রুমু, মাহবুবুল হক দুলাল প্রমুখ।

জনাব মুমিনুল হক মিলন বলেন, “১৯৭১ এবং ১৯৭৫ সালের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকায় অনুপ্রেরণা হিসাবে ২০২৪ সালের ছাত্রজনতার আন্দোলনকে উদ্বুদ্ধ করেছিলেন”। জাকারিয়া চৌধুরী বলেন, “বাংলাদেশের প্রত্যেকটি ক্রান্তিকালে জিয়া পরিবার সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। আশা করি অতিশীঘ্রই অন্তবর্তীকালীন সরকার সঠিক রোড ম্যাপের মাধ্যমে বাংলাদেশকে সঠিক গন্তব্যে পৌঁছাবেন”। একে আজাদ বলেন, “গত ১৭বছর বিএনপিকে নিয়ে অনেক সড়যন্ত্র হয়েছিল কিন্তু তারেক রহমানের সঠিক নেতৃত্বে আজ বাংলাদেশে সবচেয়ে বড় দল হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে”। জনাব আবদুল মুহিত বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসে একজন সফল সৎ রাষ্ট্রপ্রধান ছিলেন, উনার ১৯ দফার পরিকল্পনা এবং বর্তমানে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশের ভবিষ‍্যৎ রাজনীতি এবং অর্থনীতিতে কোন সমস্যা থাকবেনা”।

বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। দোয়া পরিচালনা করেন জনাব ওমর ফারুক চেয়ারম্যান।