
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দেড় হাজারেরও বেশি বাইকপ্রেমীর অংশগ্রহণে শ্রীমঙ্গলে সফলভাবে সম্পন্ন হয়েছে “ইয়ামাহা চ্যাম্পিয়ন অব দ্য কার্ভস–২০২৫” সিজন–২।
শুক্রবার সকাল থেকে শুরু হয়ে শনিবার (১২ ও ১৩ ডিসেম্বর) দুপুর পর্যন্ত দ্বিতীয়বারের মতো সিলেট বাইকিং কমিউনিটি (এসবিসি)-এর আয়োজনে শ্রীমঙ্গলের দার্জিলিং টিলায় এই আয়োজন অনুষ্ঠিত হয়। দুই দিনব্যাপী উৎসবে দেশের বিভিন্ন রাইডার্স ক্লাবের ১২০ জন রেসার অংশ নেন, যাদের মধ্যে ২০ জন ছিলেন নারী রেসার।
২০২৪ সালে ইয়ামাহা–এসিআই মটরসের সঙ্গে সিলেট বাইকিং কমিউনিটির যৌথ পথচলার সূচনা হয়। এরই ধারাবাহিকতায় ইয়ামাহা বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এবারের উৎসবে অংশগ্রহণকারী রাইডাররা প্রো-ট্র্যাক ও ইজি-ট্র্যাকসহ নানাবিধ রোমাঞ্চকর বাইকিং কার্যক্রম উপভোগ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিআই মটরসের ব্যবস্থাপনা পরিচালক সুব্রত রঞ্জন দাস। এছাড়া প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
ময়মনসিংহ মুসাফির বাইকার ক্লাবের ৩৫ সদস্যের একটি দলও এই আয়োজনে অংশ নেয়। তারা জানান, “দেশের নানা প্রান্তে অনেক বাইকিং ইভেন্টে অংশ নিয়েছি, তবে শ্রীমঙ্গলের আয়োজন ছিল ব্যতিক্রমী। টিলার ওপর এমন সুন্দর পরিবেশে প্রো-ট্র্যাকিং—ভাবতেই পারিনি। ইয়ামাহা মোটরস ও সিলেট বাইকিং কমিউনিটিকে ধন্যবাদ এত চমৎকার আয়োজনের জন্য।”
অনুষ্ঠানে বিভিন্ন বাইকিং কার্যক্রমের পাশাপাশি ইয়ামাহার বিভিন্ন সামগ্রীর প্রদর্শনী ছিল। সন্ধ্যায় বিশেষ আকর্ষণ হিসেবে পরিবেশিত হয় মণিপুরী নৃত্য ও স্থানীয় শিল্পীদের সংগীত পরিবেশনা, যা উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে দেয়।
দুই দিনব্যাপী আয়োজন শেষে ‘চ্যাম্পিয়ন অব দ্য ইয়ার’ ঘোষণা করা হয়।
প্রো-ট্র্যাকে প্রথম স্থান অর্জন করেন মি. ৯৯, দ্বিতীয় আরিফুল ইসলাম এবং তৃতীয় তাইজুল ইসলাম বাবু।
ইজি-ট্র্যাকে প্রথম হন মতিউর নিশান, দ্বিতীয় জরিপ মিয়া ও তৃতীয় দুলাল আহমেদ।
ফিমেল ক্যাটাগরির ইজি-ট্র্যাকে প্রথম স্থান অর্জন করেন বৃষ্টি আক্তার, দ্বিতীয় সিন্তু জাহান এবং তৃতীয় এ্যানি। বিশেষ ক্যাটাগরিতে পুরস্কার পান স্বপ্নিল সুলতানা।
ইয়ামাহা চ্যাম্পিয়ন অব দ্য কার্ভস’ সিজন–২, দার্জিলিং টিলায় দেড় হাজার বাইকপ্রেমীর মিলনমেলা
আপনার মতামত লিখুন :
