সংগৃহীত ছবিঃ বামে সাইফুজ্জামান গুড্ডু এবং ডানে আব্দুল্লাহিল রাকিব

ডেস্ক রিপোর্টঃ

অবকাশ যাপন এবং টরন্টো’র একটি বিশ্ববিদ্যালয় অধ্যয়নরত বড় মেয়েকে দেখতে স্ত্রী ও ছোট মেয়েকে নিয়ে ৭ জুন (শনিবার) কানাডায় বেড়াতে আসেন বাংলাদেশ বিমানের বোয়িং ৭৮৭-এর অভিজ্ঞ ক্যাপ্টেন সাইফুজ্জামান গুড্ডু।

টরন্টো থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে লিন্ডজি শহরের স্টার্জন লেকের পাশে ঘনিষ্ঠ বন্ধু বিজিএমইএ-এর সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং টীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহিল রাকিব ও তাঁর ছেলেসহ একটি কটেজে উঠেন।

৮ জুন (রোববার) বেলা ২টায় দিকে সাইফুজ্জামান, বন্ধু আব্দুল্লাহিল রাকিব ও বন্ধুর ছেলেসহ একটি ক্যানোয় (ছোট নৌকা) নিয়ে হ্রদে নামেন। লেকের পাড়ে দাঁড়িয়ে থেকে তাঁর স্ত্রী ও ছোট মেয়ে তখন মোবাইল ফোনে ভিডিও করছিলেন। হঠাৎ করে নৌকাটি উল্টে গেলে বন্ধুর ছেলে সাঁতরে পাড়ে উঠে আসে, কিন্তু সাইফুজ্জামান ও তাঁর বন্ধু আর ফিরে আসেননি।

বিকেল ৩টার কিছু পরে উদ্ধারকারীরা তাঁদের দুইজনের মৃতদেহ উদ্ধার করে। অন্টারিও প্রাদেশিক পুলিশ (OPP) জানিয়েছে, রোববার বিকেলে কাওয়ার্থা অঞ্চলের একটি হ্রদে ক্যানোয় উল্টে যাওয়ার ঘটনায় দুই ব্যক্তি মারা গেছেন। নৌকায় থাকা তিনজনের কারো শরীরে তখন কোনো লাইফ জ্যাকেট ছিল না বলে পুলিশ জানিয়েছে।