শ্রীমঙ্গলে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সেমিনার
প্রকাশ: ৬:০১ অপরাহ্ণ জুন ১, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ জুন) সকাল ১১টায় শ্রীমঙ্গল সমাজসেবা কার্যালয়ের আয়োজনে পৌর হলরুমে এ সেমিনারে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইসলাম উদ্দিন।
সমাজসেবা অফিসার মো. সুয়েব হোসেন চৌধুরীর সঞ্চালনায় প্রজেক্টরের মাধ্যমে প্রকল্পের বিভিন্ন দিক উপস্থাপন করেন মো. সাইফুল ইসলাম।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সমাজসেবা অধিদফতরের উপপরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান, শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহির উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসনিম, উপজেলা শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম, শ্রীমঙ্গল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আ. ফ. ম. আব্দুল হাই, মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিছলু আহমেদ চৌধুরী ও দৈনিক ইত্তেফাক-এর প্রতিনিধি সৈয়দ ছায়েদ আহমেদ।
এছাড়াও সেমিনারে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, জনপ্রতিনিধি এবং প্রান্তিক জনগোষ্ঠী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।