শ্রীমঙ্গল থানার উদ্যোগে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত
প্রকাশ: ২:১৯ অপরাহ্ণ মে ২৭, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা প্রশাসনের উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ মে) রাতে থানা কম্পাউন্ডে অনুষ্টিত ওপেন হাউজ ডে অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা।
আলোচনা সভায় চুরি, ছিনতাই, ডাকাতি, যানজট এবং পর্যটকদের নিরাপত্তার জন্য পুলিশের কার্যকর ভূমিকা কামনা করেন। একই সাথে থানায় সেবা পেতে যাতে কোন রকম হয়রানি না হয় সেদিকে পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, ‘মৌলভীবাজার জেলা পুলিশ জেলার নাগরিকদের সেবা প্রদানে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা আমাদের সেবা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য নতুন কিছু কার্যক্রম চালু করতে যাচ্ছি। থানার ডিউটি অফিসারের কক্ষ থেকে সেবাপ্রার্থীরা এখন থেকে প্রয়োজনে সরাসরি পুলিশ সুপারের সাথে ভিডিও কলে কথা বলতে পারবেন। এছাড়া খুব শীগ্রই জেলায় অনলাইন জিডি চালু হতে যাচ্ছে। আপনারা ঘরে বসেই জিডি করতে পারবেন।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন,পিপিএম। সহকারী পুলিশ সুপার শাকিল।
এছাড়াও শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক মো. নুরুল আলম সিদ্দিকীসহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।