শ্রীমঙ্গলে জনতা ব্যাংক পিএলসি’র উদ্যোগে বিদ্যুৎ বিল কালেকশন বুথ উদ্বোধন
প্রকাশ: ৪:২১ অপরাহ্ণ মে ১৪, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জনতা ব্যাংক পিএলসি শ্রীমঙ্গল শাখার উদ্যোগে বিদ্যুৎ বিল সংগ্রহের জন্য একটি কালেকশন বুথ চালু করা হয়েছে। বুধবার (১৪ মে) সকালে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির শ্রীমঙ্গলস্থ প্রধান কার্যালয়ে এই বুথের উদ্বোধন করেন সমিতির মহাব্যবস্থাপক এ.বি.এম মিজানুর রহমান।
জনতা ব্যাংক শ্রীমঙ্গল শাখার ব্যবস্থাপক মো. সালাহ্ উদ্দিনের পরিচালনায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক পিএলসি মৌলভীবাজার এরিয়া অফিসের উপ-মহাব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম, সহকারী মহাব্যবস্থাপক তাহমিনা আক্তার, পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী মহাব্যবস্থাপক (অর্থ ও হিসাব) লতেশ চন্দ্র রায়, জেরিন চা বাগানের ব্যবস্থাপক সেলিম রেজা এবং একাত্তর টিভি মৌলভীবাজার জেলা প্রতিনিধি আহমেদ ফারুক মিলাদ ও পল্লাী বিদ্যুৎ সমিতির সভাপতি মে. আব্দুর রহিম প্রমুখ।
এছাড়াও জনতা ব্যাংক পিএলসি’র শ্রীমঙ্গল এরিয়া অফিসের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।