বোদা(পঞ্চগড়) প্রতিনিধি:

পঞ্চগড়-১ (পঞ্চগড় সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী) আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মাজেদুর রহমান লিটন শুক্রবার (৫ নভেম্বর) দিনব্যাপী আটোয়ারী উপজেলায় ব্যাপক গণসংযোগ কর্মসূচি পালন করেছেন।

তিনি স্থানীয় দোকানদার, পথচারী ও বাজারের ক্রেতা-বিক্রেতাদের মধ্যে সরাসরি মতবিনিময় করেন এবং লিফলেট বিতরণ করেন। উপজেলার ফকিরগঞ্জ বাজার থেকে শুরু হয় তার এই নির্বাচনী অভিযান।

বাজারের প্রতিটি দোকানে গিয়ে তিনি দোকানদারদের সঙ্গে কথা বলেন, তাদের সমস্যা ও চাহিদা শোনেন এবং নিজের নির্বাচনী ইশতেহার তুলে ধরেন। স্থানীয় দোকানদারদের মাঝে লিফলেট বিতরণের পাশাপাশি তিনি ভবিষ্যৎ পরিকল্পনা ও জনগণের সেবায় নিজের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন। ধামোর ইউনিয়নের কয়েকটি বাজারেও এ নির্বাচনী গণসংযোগ চালান তিনি। সংসদ সদস্য প্রার্থী মাজেদুর রহমান লিটন বলেন, ‘আমার লক্ষ্য জনগণের সরাসরি প্রতিনিধিত্ব করা। দলীয় হিসাব-নিকাশের ঊর্ধ্বে উঠে আমি এই এলাকার মানুষের সার্বিক উন্নয়নে কাজ করতে চাই।’

তিনি আরও উল্লেখ করেন, ‘আমার প্রচারণা শুধু নির্বাচনি বিজয়ের জন্য নয়, বরং মানুষের সমস্যা সরাসরি জানা এবং সমাধানের উপায় খোঁজার জন্য।’ এর আগে গত ২৮ নভেম্বর আনুষ্ঠানিক ভাবে নির্বাচন করার ঘোষণা দেন তিনি৷