জালালাবাদ বার্তা ডেস্কঃ

কানাডার টরন্টোয় বসবাসরত মৌলভীবাজার জেলাবাসীর সংগঠন ‘মৌলভীবাজার জেলা এসোসিয়েশনের নতুন নির্বাচিত কর্মকর্তাদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে।

২৩ নভেম্বর (রোববার) সন্ধ্যায় টরন্টোর হাঙ্গেরিয়ান কালচারাল সেন্টারে এই অভিষেক অনুষ্ঠিত হয়। শহরের বিভিন্ন পেশার প্রতিনিধিত্বশীর ব্যক্তিবর্গের উপস্থিতিতে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

কানাডা ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধনের পর সংগঠনের নবনির্বাচিত কর্মকর্তাদের আনুষ্ঠানিক শপথ পাঠ করানো হয়। ২০২৫-২০২৭ মেয়াদের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে সৈয়দ মাহবুব ও রুহুল কুদ্দুছ চৌধুরীর নেতৃত্বে নতুন কমিটির সদস্যরা শপথ গ্রহণ করেন। শপথ বাক্য পাঠ করান সংগঠনের উপদেষ্টা শক্তি দেব।

Moulvibazar District Association, Toronto 2

স্কারবোরো সাউথ ওয়েস্টের এমপিপি ডলি বেগম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি ছিলেন স্কারবরো সাউথ ওয়েস্টের কাউন্সিলর পার্থি কান্ডাবেল, লিবারেল পার্টির অন্টারিও প্রভিন্সের ভাইস চেয়ার আহসানুল হাফিজ, স্কারবোরো সাউথ ওয়েষ্টের সম্ভাব‍্য এমপি প্রার্থী একাউন্টেন্ট সারওয়ার চৌধুরী, কনজারভেটিভ পার্টির আ স ম নুরুল্লাহ তরুণ, ব‍্যরিষ্টার ওয়াসিম আহমেদ, সাংবাদিক শওগাত আলী সাগর, ব্যারিস্টার আরিফ হোসেন, জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টোর সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী রনি, ইউনাইটেড জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি খসরুজ্জামান চৌধুরী দুলু। এ ছাড়াও সুনামগঞ্জ এসোসিয়েশন, হবিগঞ্জ এসোসিয়েশন, বিয়ানী বাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি, গোলাপগঞ্জ ফাউন্ডেশন, আমরা কুলাউড়ী কানাডিয়ান সহ বৃহত্তর সিলেটের সকল সংগঠনের নেতৃবৃন্দ এই অনুষ্ঠানে অংশ নেন।

অতিথিরা এসোসিয়েশনের ঐক্য প্রতিষ্ঠা, দেশের সাংস্কৃতিক পরিচয় সংরক্ষণ এবং নতুন প্রজন্মের জন্য ফলপ্রসূ উদ্যোগ গ্রহণের প্রচেষ্টার প্রশংসা করেন।

অভিষেক অনুষ্ঠানে সংগঠনের সভাপতি সৈয়দ মাহবুব, সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুছ চৌধুরী, সদ‍্য সাবেক সভাপতি লায়েকুল হক চৌধুরী, সদ‍্য সাবেক সাধারন সম্পাদক মুর্শেদ আহমদ মুক্তা এবং আহ্বায়ক তাহমিনা চৌধুরী বক্তব্য দেন।

নবগঠিত কমিটি আগামী দুই বছরে কমিউনিটির সম্পৃক্ততা বৃদ্ধি এবং সংগঠনের সামাজিক, সাংস্কৃতিক ও কল্যাণমূলক কার্যক্রম আরও সম্প্রসারণের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে।

সাংস্কৃতিক পর্বে অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সুমাইয়া রিদি, ফারহানা চৌধুরী লিমা, এ জে মাসুদ ও শামীম চৌধুরী। নৃত্য পরিবেশন করেন বিপ্লব কর পরিচালিত নৃত্যকলা কেন্দ্রের শিল্পীবৃন্দ।

সাামগ্রিক অনুষ্ঠানটি সমন্বয়ের দায়িত্বে ছিলেন আহ্বায়ক তাহমিনা চৌধুরী ও সদস‍্য সচিব সুহেলুজ্জামান খান।

সংগঠনের অভিষেক উপলক্ষে ‘চায়ের দেশ’ নামে একটি স্মরণিক প্রকাশ করা হয়। সামগ্রিক অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন টরন্টোর জনপ্রিয় আবৃত্তি শিল্পী ও উপস্থাপিকা ফারহানা আহমেদ।