মৌলভীবাজারে খেলাফত মজলিসের উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত
প্রকাশ: ২:২২ পূর্বাহ্ণ নভেম্বর ৭, ২০২৫

মৌলভীবাজার সংবাদদাতাঃ
মৌলভীবাজারে খেলাফত মজলিসের উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ নভেম্বর (বৃহস্পতিবার) দুপুর ২টায় শাহমোস্তফা সড়কস্থ জেলা কার্যালয়ে শাখা সভাপতি মাওলানা ফখরুল ইসলাম সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহিবুল ইসলামের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় উপদেষ্টা ও সাবেক মহাসচিব ভাষাসৈনিক অধ্যক্ষ মসউদ খান।
বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জোন ইনচার্জ অধ্যক্ষ শামসুজ্জামান চৌধুরী, কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক আবদুস সবুর, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও মধ্যপ্রাচ্য ও আফ্রিকা জোন পরিচালক সাবেক উপজেলা ভাইসচেয়ারম্যান প্রিন্সপ্যাল আহমদ বিলাল। এছাড়াও জেলা উপদেষ্টাগণ বক্তব্য রাখেন।
বক্তাগণ আসছে ত্রয়োদশ নির্বাচনে খেলাফত মজলিসের প্রার্থীদের দেয়াল ঘড়ি ভোট দিয়ে জয়যুক্ত করতে সকলের প্রতি আহ্বান জানান।