শ্রীমঙ্গলে রূপালী ব্যাংকের তারুণ্যের উৎসব-২০২৫ অনুষ্ঠিত
প্রকাশ: ৩:৪০ অপরাহ্ণ নভেম্বর ৩, ২০২৫

মৌলভীবাজার প্রতিনিধিঃ
উত্তম সেবার নিশ্চয়তা নিয়ে রূপালী ব্যাংক পিএলসি দেশব্যাপী আয়োজন করেছে তারুণ্যের উৎসব-২০২৫। উদযাপনের শেষ দিবসে শ্রীমঙ্গল সরকারি কলেজে শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয় ‘আর্থিক স্বাক্ষরতা কর্মসূচী-২০২৫’।
রোববার (২ নভেম্বর) দুপুরে শ্রীমঙ্গল সরকারি কলেজ মিলনায়তনে স্বাক্ষরতা কর্মসূচী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষার্থী, শিক্ষক ও ব্যাংকের কর্মকর্তাবৃন্দ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপালী ব্যাংক পিএলসি, সিলেট বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক ও বিভাগীয় প্রধান কমল ভট্টাচার্য্য।
শ্রীমঙ্গল সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.বি.এম. মোখলেছুর রহমানের সভাপতিত্বে ও রূপালী ব্যাংক পিএলসি, শ্রীমঙ্গল শাখার ব্যবস্থাপক গোপাল কৃষ্ণ বণিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মোঃ ফজলুল হক, রূপালী ব্যাংক পিএলসি মৌলভীবাজার জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক ও জোনাল ম্যানেজার বিপ্লব কুমার তালুকদার, বিভাগীয় কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক সূর্য্য কান্ত দাশ।
প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, রূপালী ব্যাংকের সকল কর্মকর্তা ও কর্মচারীরা গ্রাহকদের লেনদেন ও সকল ধরনের সেবা দিতে সদা প্রস্তুত রয়েছে। এই ব্যাংক শতভাগ সরকারি মালিকানাধীন একটি প্রতিষ্ঠান, এখানে আপনার আমানত সম্পূর্ণ নিরাপদ ও সুরক্ষিত থাকবে।
রূপালী ব্যাংকে লেনদেন এবং সকল ধরনের সেবা কার্যক্রম কিভাবে পরিচালিত হয় এবং একটি আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরা কিভাবে দ্বায়িত্ব পালন করে থাকেন তা স্বচক্ষে অবলোকন করার আহ্বান জানিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, অধ্যক্ষ মহোদয়ের অনুমতি নিয়ে আপনারা আসুন, আমাদের কর্মকর্তারা প্রতিটি কার্যক্রম আপনাদের বুঝিয়ে দিবে। এরফলে আপনাদের অভিজ্ঞতা সমৃদ্ধ হবে।
ব্যাংকে হিসাব খুলে অল্প অল্প লেনদেনের মাধ্যমে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান প্রধান অতিথি।