◾সুদীপ দাশ, স্টাফ রিপোর্টারঃ

সুনামগঞ্জের ছাতকে সহকারী কমিশনার (ভুমি)  মো. আবু নাছির এর বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ জুলাই) উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। 

ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো তরিকুল ইসলামের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিদায়ী অতিথি সহকারী কমিশনার (ভুমি) মো. আবু নাছির, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো মিলন মিয়া, সমাজসেবা কর্মকর্তা শাহ শফিউর রহমান, সমবায় কর্মকর্তা কাজী মহসিন, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাকির আমিন, উপজেলা উপ-প্রশাসনিক কর্মকর্তা জয়দেব চন্দ্র দাস প্রমুখ।

এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান, পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রণব লাল দাস, জনস্বাস্থ্য প্রকৌশলী  মিজানুর রহমান, একাডেমিক সুপার ভাইজার সুয়েব আহমদ, উপজেলা পরিষদের সিএ জিতেন বর্মন, ভুমি অফিসের সার্টিফিকেট সহকারী কমলেশ চন্দ্র, নাজির নগদ জ্যুতি মহন সাংবাদিক আমির আলী সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।