- জালালাবাদ বার্তা - https://www.jalalabadbarta24.com -

মৌলভীবাজারে দলিত ও বঞ্চিত জনগোষ্টির বৈষম্য লাঘব বিষয়ক পরামর্শ সভা

মৌলভীবাজার প্রতিনিধি:

আমাদের সংগ্রাম আমাদের মর্যাদা আমাদের মুক্তি এই শ্লোগানকে সামনে রেখে ‘মানবাধিকার সুরক্ষা ও সহায়তার মাধ্যমে দলিত ও সামাজিকভাবে বঞ্চিত জনগোষ্টির দারিদ্র বিমোচন ও বিদ্যমান বৈষম্য লাঘব’ প্রকল্পের মৌলিক অধিকার ও নাগরিক পরিষেবায় দলিত ও চা জনগোষ্টির অভিগম্যতা বিষয়ক এক পরামর্শ সভা ৫ নভেম্বর বিকেল ৩ ঘটিকায় নাগরিক উদ্যাগ এর আয়োজনে প্রজেক্ট অফিসার পরিমল সিং বারাইকের সভাপতিত্বে ও ফিল্ড কো- অর্ডিনেটর জিয়ানা মাদ্রাজীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসলাম উদ্দিন।
বিষেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অফিসার সুয়েব আহমেত চৌধুরী, মহিলা বিষয়ক অফিসার সাহেদা আকতার, যুব উন্নয়ন অফিসার অসীম কুমার কর, প্রশাসনিক কর্মকর্তা মৃনাল কান্তি দাশ।
এছাড়াও উপস্থিত ছিলেন ম্যাক বাংলাদেশ এর নির্বাহী পরিচালক এস এ হামিদ, বিভিন্ন ইউনিয়নের সদস্য, সদস্যা, চা বাগান প্রতিনিধি, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ।
এলাকায় অষ্পৃশ্যতা, দলিত, বঞ্চিত ও চা জনগোষ্টির ব্যক্তি/গোষ্টির ওপর হামলা, হুমকি বা যেকোন ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনার ক্ষেত্রে প্রশাসন ও জনপ্রতিনিধিগণ কর্তৃক ঘটনাস্থল পরিদর্শন ও তদন্তের সাপেক্ষে প্রতিকারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। দলিত ও চা জনগোষ্টির মধ্যে বেকারত্ব দুরীকরণের শিক্ষিত অর্ধশিক্ষিতদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, দলিত ও চা জনগোষ্টির মধ্যে ছেলে মেয়েদেরকে লেখাপড়ায় উৎসাহি করে তুলতে এই জনগোষ্টির শিক্ষার্থিদের জন্য বিশেষ শিক্ষাবৃত্তির বরাদ্ধ বৃদ্ধি করতে হবে, পরিছন্ন কর্মীদের বেতন বৃদ্ধিতে কার্যকরী উদ্যেগ গ্রহণ করা, দলিত কলোনী ও চা বাগানগুলোতে নিরাপদ এ বিশুদ্ধ পানি প্রাপ্তির লক্ষ্যে কার্যকরী উদ্যেগ গ্রহন করা, চা শ্রমিকদের মজুরী বৃদ্ধিতে সরকারি উদ্যেগ গ্রহন করা, সরকারি বিভিন্ন ধরনের ভাতা যেমন বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধি ভাতা, শিক্ষাবৃত্তি ইত্যাদির পরিমাণ বৃদ্ধিসহ প্রাপ্তির নিশ্চয়তা প্রদান প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সহ পরামর্শ সভায় দলিত ও চাচা জনগোষ্টির মানুষের মানবাধিকার সুরক্ষা এবং সরকারি সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে স্থানীয় জনপ্রতিনিধির ও সরকারি কর্মকর্তারদের কাছে বিভিন্ন দাবী তুলে ধরা হয়।