- জালালাবাদ বার্তা - https://www.jalalabadbarta24.com -

শ্রীমঙ্গলে পৃথক অভিযানে মাদকসহ আটক ২


মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের পৃথক অভিযানে মাদকসহ ২জন আটক হয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম এর সার্বিক দিক নির্দেশনায় এসআই (নিরস্ত্র) মো. আনিছুর রহমান এর নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে শ্রীমঙ্গল সদর ইউনিয়নের শাহীবাগ এলাকা থেকে পারুল বেগম টুনি (৩২) নামের এক নারীকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত টুনির হেফাজত থেকে ৫০পিস ইয়াবা উদ্ধার করেন পুলিশ সদস্যরা।
অপর এক অভিযানে এসআই (নিরস্ত্র) অলক বিহারী গুণ এর নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে শহরের চৌমুহনী এলাকার হোটেল বিরতির একটি রুম থেকে তমিজ উদ্দিন (৫১) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত তমিজ নারায়নগঞ্জের রূপগঞ্জের মনর উদ্দিনের ছেলে। এসময় তার রুম তল্লাশী করে ২৬পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরর পর মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।