- জালালাবাদ বার্তা - https://www.jalalabadbarta24.com -

পঞ্চগড়ের জগদল উচ্চ বিদ্যালয়ে অনিয়মের অভিযোগ, তথ্য দিতে নারাজ প্রতিষ্ঠান প্রধান

মোঃ মোহন মিয়া, পঞ্চগড় প্রতিনিধি:

ঞ্চগড় সদর  উপজেলার  জগদল উচ্চ বিদ্যালয়ের  প্রধান শিক্ষক মো.আনিছুর রহমানের কাছে তথ্য চেয়ে আবেদন করা হলেও বিভিন্নভাবে টালবাহানা করছেন তিনি।

নিয়ম অনুযায়ী স্থানীয় এক সংবাদকর্মী তথ্য অধিকার আইনে নির্দিষ্ট ফরমে প্রধান শিক্ষকের  পদে নিয়োগ বিষয় তথ্য চেয়েছেন।প্রায় পাঁচমাস ঘুরিয়ে বুধবার (২২ অক্টোবর) সংবাদকর্মীকে জগদল উচ্চ বিদ্যালয়ের  প্রধান শিক্ষক বলেন,প্রতিষ্ঠানের সভাপতি তথ্য দিতে নিষেধ করেছেন।তবে জগদল উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটি সভাপতি আব্দুল আলিম বলেন,তথ্য বিষয়ে জগদল উচ্চ বিদ্যালয়ের  প্রধান শিক্ষকের সাথে আমার কথা হয়নি।নিয়মানুযায়ী তথ্য অবশ্যই দিতে হবে।

ক্ষোভ প্রকাশ করে  সাইদুরজ্জামান রেজা  নামের এক সংবাদকর্মী বলেন, শিক্ষক কর্মচারীরা জনগণের টাকায় বেতন পান।তথ্য গোপন করার অধিকার তাদের নেই। সাংবাদিকরা যখন তথ্য চায়, তখন তাদের সহযোগিতা করার কথা। কিন্তু এখানে ঘটছে উল্টো চিত্র।শুধু সাংবাদিক না,দেশের যে কোন নাগরিক তথ্য চাইতে পারেন।যদি সেটা দেওয়ার মতো হয় অবশ্যই দিতে হবে।

ভুক্তভোগী মনজু হোসেন  নামের ওই সংবাদকর্মী বলেন, বিদ্যালয়ের প্রধান  শিক্ষকে যাবতীয়  সনদ , ও ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত প্রতিষ্ঠানের আয় বেয়ে,  ৬০ টি দোকানের মোট জামানত এবং ব্যাংক হিসাব। এর কিছু তথ্যের জন্য আবেদন করেছি কিন্তু তিনি তথ্য না দিয়ে হয়রানি করছেন।