
উওম কুমার, গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে উপজেলা স্বাস্থ্য সহকারীদের সংগঠন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার ১ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে সারা দেশের ন্যায় গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চত্বরে অনির্দিষ্টকালের জন্য কর্ম বিরতির চললেও পূজার ছুটি থাকার কারণে তারা অবস্থান নিতে পারেনি পূজোর ছুটি শেষে আজ শনিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চত্বরে গোমস্তাপুর হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের অংশগ্রহণে সকল স্বাস্থ্য সহকারীরা এ অবস্থান কর্ম বিরতি পালন করেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ইপিআইসহ তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য সেবার কাজে কর্মরত স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকের দাবীকৃত নিয়োগ বিধি সংশোধন, ইন সার্ভিস ট্রেনিং ও ১৪তম গ্রেডে আপগ্রেডেশন সহ ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ইপিআই ও আসন্ন টিসিভি টিকাদান ক্যাম্পেইনসহ অন্যান্য সকল প্রকার কার্যক্রম বর্জন করে দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা দেশের ন্যায় গোমস্তাপুরে অনির্দিষ্টকালের জন্য কর্ম বিরতি চলছে।
এতে উপস্থিত ছিলেন গোমস্তাপুর হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ নিয়ামত উল্লাহ, সহ-সভাপতি মুঃ তৌহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক ইমাম আজম, সাংগঠনিক সম্পাদক মাহফুজ আলম, কোষাধ্যক্ষ মুঃ শফিকুল ইসলাম, স্বাস্থ্য পরিদর্শকের ইনচার্জ মোসাঃ আসমা খাতুন, সহকারী স্বাস্থ্য পরিদর্শক মুহাঃ ওলিউর রহমান,
সহকারী স্বাস্থ্য পরিদর্শক মোঃ জাহাঙ্গীরসহ এই কর্মসূচিতে উপজেলার সকল স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকগণ উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দরা সরকারের প্রতি ছয় দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।
দাবিসমূহের মধ্যে রয়েছে:
১. নিয়োগবিধি সংশোধন করে শিক্ষাগত যোগ্যতা স্নাতক/সমমান নির্ধারণ পূর্বক ১৪তম গ্রেড প্রদান।
২. ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা এবং ১১তম গ্রেডে বেতন স্কেল উন্নীতকরণ।
৩. পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড নিশ্চিত করা।
৪. পূর্বের নিয়োগবিধি অনুযায়ী নিযুক্ত কর্মরতদের অভিজ্ঞতার ভিত্তিতে স্নাতক পাস স্কেলে আত্মীকরণ।
৫. টাইম স্কেল বা উচ্চতর গ্রেড প্রাপ্তদের তা পুনঃনির্ধারিত বেতন স্কেলের সাথে যুক্ত করা।
৬. সকল পর্যায়ে ন্যায্য পদোন্নতি ও স্বীকৃতি নিশ্চিত করা।
এর আগে গত ২৪ জুন মঙ্গলবার সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত একই দাবিতে ২ ঘন্টা সারা দেশের ন্যায় গোমস্তাপুরে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছিলো।