
মৌলভীবাজার প্রতিনিধিঃ
মৌলভীবাজারে সাংস্কৃতিক অঙ্গনে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় গুনীজনদের সম্মাননা প্রদান করেছে জেলা শিল্পকলা একাডেমি।
শুক্রবার (৩ অক্টোবর) জেলা শিল্পকলা একাডেমি আয়োজিত ২০২২, ২০২৩ ও ২০২৪ এর গুনীজনদের সম্মাননা প্রদান অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন।
নাট্যশিল্পী শাহীন ইকবাল এর সঞ্চালনায় ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভীর হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আসিফ মহিউদ্দিন,জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী।
অনুষ্টানে সাংস্কৃতিক বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় মোহাম্মদ আকবর (সৃজনশীল সাংস্কৃতিক গবেষক), সেলিম চৌধুরী (কণ্ঠশিল্পী), আবদাল মাহবুব কোরেশী (নাট্যকলা), ওয়ালীউর রহমান (চারুকলা), দুর্গাপ্রসাদ দেশোয়ারা (যন্ত্রসংগীত), মোস্তফা সেলিম (সৃজনশীল সাংস্কৃতিক গবেষক), মো. দেলোয়ার হোসেন (নাট্যকলা), প্রসাদ দাস (যন্ত্রশিল্পী) , মো. তারেক ইকবাল চৌধুরী (কন্ঠসংগীত) সিরাজুল ইসলাম ভোলা (লোকসংস্কৃতি), মুজিবুর রহমান মুজিব (সৃজনশীল সাংস্কৃতিক গবেষক), ইন্দ্রজিৎ দেব (সৃজনশীল সাংস্কৃতিক গবেষক), মো. আব্দুস সহীদ (লোক সংস্কৃতি), মো. তাজুল ইসলাম (নাট্যকলা) ও নাদিরা আক্তার (কণ্ঠশিল্পী)।